এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং উপনির্বাচনের ফল ঘোষণা আজ

সবং উপনির্বাচনের ফল ঘোষণা আজ


অনেক রাজনৈতিক তাপ-উত্তাপ পেরিয়ে অবশেষে আজ ঘোষণা হতে চলেছে সবং বিধানসভা উপনির্বাচনের ফল। এই উপনির্বাচনে কে জিতবে আর কে হারবে, তা আজ, রবিবার বেলা ১২টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এই উপনির্বাচনে তৃণমূলের গীতারানি ভুঁইয়া, সিপিএমের রীতা জানা মণ্ডল, বিজেপির অন্তরা ভট্টাচার্য, কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক ও এসইউসির দীনেশ মেইকাপ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা মূল লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে এই কেন্দ্রের ভোট গণনা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০টি টেবিলে ১৬ রাউন্ডে এই গণনার কাজ হবে। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের সকাল সাড়ে ৭টার মধ্যে কাউন্টিংহলে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের শিবির তৈরি করেছে, যেখানে তাদের নেতা ও কর্মীরা জড়ো হবেন। গণনার সময় উত্তেজনা ছড়িয়ে যাতে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তাই কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য সশস্ত্র বাহিনীও মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!