এখন পড়ছেন
হোম > অন্যান্য > কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়? পুজোর মধ্যে নতুন করে কোন দুঃসংবাদ দিলেন তাঁর চিকিৎসকদল?

কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়? পুজোর মধ্যে নতুন করে কোন দুঃসংবাদ দিলেন তাঁর চিকিৎসকদল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই বাংলার চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতার একটি নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত হয়ে। করোনা পরিস্থিতি কেটে গেলেও বর্তমানে তাঁর স্নায়ুজনিত অবস্থা তাঁকে কাহিল করে তুলেছে বলে জানা যাচ্ছে। অবস্থার কিছুটা স্থিতিশীল হয়ে এলেও নতুন করে আবারও তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। আর তাই চিন্তা ধরিয়েছে চিকিৎসকদের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়ুর সমস্যা নিয়ে ইতিমধ্যে বিদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া হয়।

বেলভিউ হাসপাতালে তরফ থেকে একটি মেডিকেল বুলেটিন প্রকাশ হয়। যেখানে জানা গিয়েছে, গতকাল সকালবেলায় আবারও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল। তাঁর শরীরে রক্তচাপ বেড়ে গিয়েছিল, অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন চিকিৎসকরা। জানা গিয়েছে, অভিনেতার শরীরে মাত্রাতিরিক্ত হিমোগ্লোবিন কমে গিয়েছে। বেশ কিছুদিন ধরেই ধীরে ধীরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক উন্নতি হচ্ছিল। হঠাৎ করেই মঙ্গলবার আবার নতুন করে তাঁর মস্তিষ্কে স্নায়ুজনিত সমস্যা দেখা দেয়। আরও একবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। বুধবারও তাঁর স্নায়ুজনিত মস্তিষ্কের সমস্যা এক জায়গাতেই রয়ে গেছে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও তার শারীরিক অস্থিরতা এখনো রয়েছে। পাশাপাশি সৌমিত্র চট্টোপাধ্যায় ভুগছেন একাধিক কো-মর্বিডিটিতে, যা অত্যন্ত চিন্তার বিষয়। রীতিমতো উদ্বেগে রয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মস্তিষ্কে স্নায়ুজনিত সমস্যাকে সামাল দেবার জন্য ইতিমধ্যেই দেশ বিদেশের বহু বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা। কোভিড এনসেফ্যালোপ্যাথির সমস্যা রয়েছে বর্ষীয়ান অভিনেতার। এ বিষয়ে তাঁর পরিবার এবং তাঁর মেয়ের সঙ্গে আলাদা করে চিকিৎসকরা কথা বলেছেন বলে জানা গেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বহু সময় দেখা গেছে, কোভিড এনসেফালোপ্যাথি প্রায় তিনমাস ধরে একই অবস্থায় থাকতে পারে।

আপাতত তাঁকে বেশ কয়েকটি নতুন ওষুধ দেওয়া শুরু হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে। সৌমিত্র চট্টোপাধ্যায় বর্তমানে করোনা মুক্ত হওয়ায় চিকিৎসকদের আশা ছিল, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। দেরিতে হলেও সৌমিত্র চট্টোপাধ্যায়কে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব বলে মনে করা হচ্ছিল। কিন্তু তার মধ্যেই নতুন করে আবার সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তার পরিবার-পরিজন, চিকিৎসকরা এবং সর্বোপরি বাংলার সংস্কৃতি সমাজ উদ্বেগ প্রকাশ করেছে। অপেক্ষা এখন, কবে পুরোপুরি সুস্থ হয়ে সত্যজিতের ফেলু আবার সংস্কৃতি জগতে প্রবেশ করবেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!