এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ” কেন্দ্রীয় সরকারের উপর থেকে সব রকম আস্থা হারিয়েছেন কৃষকরা। ” – বিস্ফোরক রাহুল

” কেন্দ্রীয় সরকারের উপর থেকে সব রকম আস্থা হারিয়েছেন কৃষকরা। ” – বিস্ফোরক রাহুল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষুব্ধ কৃষকদের বিক্ষোভ, আন্দোলন ক্রমশ বেড়েই চলেছে। গতকাল বিক্ষুব্ধ কৃষকরা চাক্কা জ্যাম কর্মসূচি পালন করেছিলেন। এরপর কৃষকেরা জানিয়েছেন যে, আগামী ২ রা অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় নয়া কৃষি আইন বাতিল করে দিতে হবে। তা না হলে বড়োসড়ো আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানালেন, নয়াকৃষি আইনগুলি কৃষকের কাছে মৃত্যুদণ্ডের সমতুল্য। যেভাবে কৃষি বিল পাস করানো হয়েছে, তাতে দেশের গণতন্ত্রের মৃত্যু ঘটেছে বলে কটাক্ষ করলেন তিনি।

গতকাল কেন্দ্রীয় নয়া কৃষি আইন বাতিলের দাবিতে চাক্কা জ্যাম করলেন একাধিক বিক্ষুব্ধ কৃষক। দিল্লি ও দিল্লির সীমানায় তাদের এই কর্মসূচি চলে। গতকাল ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন যে, আগামী ২ রা অক্টোবর পর্যন্ত তাঁরা সময় দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। এরমধ্যে কেন্দ্র নয়া কৃষি আইন প্রত্যাহার না করলে, তাঁরা পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন। চাপ সৃষ্টি করে সরকারের সঙ্গে আলোচনায় বসানো যাবে না তাঁদের। দিল্লি সীমানায় আন্দোলন অব্যাহত রাখবেন তাঁরা। তাদের দাবি না মানা পর্যন্ত ঘরে ফিরছেন না তাঁরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে নয়া কৃষি আইন বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ফের তোপ দাগলেন রাহুল গান্ধী। তিনি জানালেন, নয়া কৃষি আইন গুলি কৃষকের কাছে মৃত্যুদণ্ডের সমতুল্য। যেভাবে কৃষি বিল পাস করানো হয়েছে, তাতে দেশে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে। গান্ধী জয়ন্তী পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কৃষকদের সিদ্ধান্তকে সমর্থন করলেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, এ থেকেই বোঝা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকারের ওপর থেকে সমস্ত রকম আস্থা হারিয়ে ফেলেছেন কৃষকেরা।

কৃষকদের সমর্থনে ও নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে আগামী সপ্তাহেই রাজস্থান সফরে যেতে চলেছেন রাহুল গান্ধী। আজ টুইট করে রাহুল গান্ধী জানালেন যে, গান্ধী জয়ন্তী পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার মানসিকতা থেকে কৃষকেরা প্রমান করে দিয়েছেন যে, তাঁরা কতটা মোদি সরকারের সঙ্গে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর নির্দেশ, নিজেদের দম্ভ ত্যাগ করে সত্যাগ্রহি কৃষকদের পশে দাঁড়াতে। সেইসাথে বিতর্কিত নয়া কৃষি আইন বাতিল করে দিতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!