এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় প্রকল্প থেকে এবার রাজ্যের কৃষকদের অধিকাংশের নাম বাদ পড়ায় কৈফিয়ত দাবি করল নবান্ন, তীব্র চাঞ্চল্য

কেন্দ্রীয় প্রকল্প থেকে এবার রাজ্যের কৃষকদের অধিকাংশের নাম বাদ পড়ায় কৈফিয়ত দাবি করল নবান্ন, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, এ রাজ্যে কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প বাস্তবায়িত করতে দেওয়া হয়না। সেক্ষেত্রে অভিযোগের তীর যে তৃণমূল সরকারের দিকে, তা বলাইবাহুল্য। ভোটের প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকেই একইভাবে বলে গিয়েছেন এই কথা। কার্যত এরাজ্যে পিএম কিষাণ প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়ন করেননি এই অভিযোগ উঠেছে বারবার বিজেপির পক্ষ থেকে। যদিও তৃণমূল নেত্রী পরবর্তীকালে এই প্রকল্প রাজ্যে বাস্তবায়িত করার সবুজ সঙ্কেত দেন। কিন্তু তারপরেও রাজ্যে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছেনা বলে জানা যাচ্ছে। আর তাই নিয়েই এবার কৈফিয়ত চাইল নবান্ন।

প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এর আগে পিএম কিষাণ বাস্তবায়িত করে বাংলার কৃষকদের 18000 টাকা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। কার্যত রাজনীতি একদিকে রেখে বাংলার কৃষকদের জন্য যে মুখ্যমন্ত্রী ভাবেন, সে কথাই স্থাপন করা মুখ্য উদ্দেশ্য ছিল তৃণমূল নেত্রীর বলেই মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু অভিযোগ উঠেছে, পিএম কিষাণ সম্মান নিধি স্কিম পোর্টালে রাজ্য থেকে যেসব কৃষকরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে 9 লাখ 47 হাজার 861 টি আবেদন বাতিল করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। আর তাই নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নবান্ন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে নবান্নের তরফ থেকে এই নিয়ে চিঠি লেখা হয়েছে।

কার্যত বাংলা থেকে মোট 44 লাখ 89 হাজার 131 টি আবেদন জমা পড়েছিল পিএম কিষাণ সম্মন নিধি প্রকল্পের জন্য। জানা যাচ্ছে, তার মধ্যে সাড়ে 9 লাখ এর আবেদন বাদ দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশ্যে আসায় প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা। ভোটের প্রাক্কালে যেভাবে বিজেপির তরফ থেকে একাধিকবার প্রকল্প বাস্তবায়ন হচ্ছেনা বলে অভিযোগ করা হয়েছে, কিংবা রাজ্যের মানুষকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী, সেই পরিপ্রেক্ষিতে কৃষকদের নাম বাদ যাওয়ার ঘটনায় কিন্তু এবার কাঠগড়ায় তোলা হচ্ছে মোদি সরকারকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে ইতিমধ্যেই চিঠি লিখে জানিয়েছিলেন, 18 হাজার টাকা করে কৃষকদের দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা যেন অনুমোদন করা হয়। সেই অনুযায়ী বাংলার কৃষকদের টাকা পাঠানো শুরু করে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বলা হয়, যত টাকা বঞ্চনার শিকার হয়েছে রাজ্যের কৃষকরা, তাও তাঁদের পাঠানো হবে। তারপরেও কেন কৃষকদের নাম কেন্দ্রীয় প্রকল্পের তালিকা থেকে বাদ পড়ল তা নিয়ে উঠেছে প্রশ্ন রাজ্যের তরফ থেকে।

ইতিমধ্যেই এই নিয়ে উত্তর চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে নবান্ন থেকে। তবে কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোন উত্তর দেওয়া হয়নি। অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার কৃষকদের নাম কেন্দ্রীয় প্রকল্প থেকে বাদ যাওয়া কার্যত গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তুলবে রাজ্য সরকার তথা মোদী বিরোধী দল তৃণমূল। এবং খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক ময়দানে এর সুযোগ নেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!