এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন বিজেপির হাত ধরেছিলেন মমতা! ফাঁস করলেন অভিষেক!

কেন বিজেপির হাত ধরেছিলেন মমতা! ফাঁস করলেন অভিষেক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় হোক বা শুভেন্দু অধিকারী, বিজেপিতে যোগ দেওয়ার পরেই তাদেরকে গদ্দার এবং মীরজাফর বলে কটাক্ষ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। সাম্প্রতিককালে শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে নাম লেখানোর পর তাকে তৃণমূলের পক্ষ থেকে আক্রমণের মাত্রা বাড়তে শুরু করে। যার পর নানা সভা থেকে একসময় বিজেপির হাত মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছিলেন বলে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেন সেই শুভেন্দু অধিকারী।

আর এবার ডায়মন্ড হারবারের সভা থেকে সেই শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব দিলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিজেপির হাত ধরেছিলেন, তা ব্যাখ্যা করতে দেখা গেল অভিষেকবাবুকে। একাংশ বলছেন, বর্তমান বঙ্গ রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী তরজায় কার্যত উত্তপ্ত। এক সভা থেকে একজন প্রশ্ন করছেন, আর এক সভা থেকে আরেকজন তার উত্তর দিচ্ছেন।

স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির লড়াই অপেক্ষা এই দুই নেতার লড়াই এখন সবথেকে বেশি লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক মহলের কাছে। আর এই পরিস্থিতিতে কিছুদিন আগে এই বিজেপির হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান নিয়ে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে প্রশ্ন করা হলে, এবার ডায়মন্ডহারবারের সভা থেকে তার জবাব দিয়ে শোরগোল তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, রবিবারের ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরেছিলেন‌। হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরেছিলেন। সেটা ছিল অটল বিহারি বাজপেয়ির বিজেপি। যে বিজেপিতে 2002 এর রক্ত ছিল না। বিজেপি লাইটহাউস মাঠে মিটিং করে। মিটিং করলে ডায়মন্ডহারবারে করো। পারবে না। দশটা লোক খুজে পাবে না। তোমাদের যদি ভালো না থাকে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী! আমাদের ছেলেরা তো বিজেপির ঝান্ডা ধরে মিটিং করতে পারবে না। ওর সঙ্গে তো রক্ত লাগানো।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারীর করা বক্তব্যের জবাব দিলেন। তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, এখনকার বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় বিজেপির অনেক পার্থক্য রয়েছে। এক্ষেত্রে বর্তমান বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভাজনের রাজনীতি করছে বলেও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলে দাবি বিশেষজ্ঞদের।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে পৃথক দল গঠন করেছিলেন বলেও প্রশ্ন করতে দেখা যায় বিরোধী দলের নেতাদের। এদিন সেই প্রসঙ্গেও জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছিলেন। তিনিও বিশ্বাসঘাতক। হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে এসেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে একটা নতুন দল গঠন করেছিলেন। সিপিএমের সঙ্গে লড়াই করে রাজ্যে মা মাটি মানুষের সরকার গঠন করেছিলেন। ক্ষমতা থাকলে দেল ছেড়ে এসে একটা নতুন দল করে দেখাও‌।”

অর্থাৎ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করেছিলেন। ডায়মন্ডহারবার থেকে ইঞ্চিতে ইঞ্চিতে তার জবাব দেওয়ার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়‌। যেখানে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়াতে যেমন নাম না করে আক্রমণ করতে দেখা গেল তাকে, ঠিক তেমনি পৃথক দল গঠন করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে এখন নতুন করে শুভেন্দু অধিকারীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক তরজা তৈরি হল বলে দাবি পর্যবেক্ষকদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!