এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > খাস কলকাতায় টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে- বড়সসড় অভিযোগ সিপিএম প্রার্থীর হেভিওয়েট তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

খাস কলকাতায় টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে- বড়সসড় অভিযোগ সিপিএম প্রার্থীর হেভিওয়েট তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন যত কাছে আসছে, ততই একের পর এক বিতর্ক উঠে আসছে রাজ্য রাজনীতিতে। বাংলার মসনদ দখল করার জন্য রাজ্যের প্রতিটি দল কোমর বেঁধে নেমেছে। তবে লক্ষ্য পূরণ করতে কেউ কেউ অন্য রাস্তাও ধরেছে বলে মনে করা হচ্ছে। আর সে রকমই অভিযোগ এবার সিপিএমের।

 সিপিএমের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শাসক শিবির টাকা দিয়ে ভোট কিনছে। অবশ্য ভোট সামনে আসতে প্রায় প্রত্যেক দলই একে অপরের বিরুদ্ধে এই অভিযোগ করছে। তবে তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগের সূত্রপাত একটি ভিডিও থেকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ব্যাগে নগদ টাকা ভরেছেন একজন।

সিপিএমের দাবী, ওই ভিডিওতে যাকে টাকা ভরতে দেখা যাচ্ছে তিনি কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খানের অনুগামী। আর এই নিয়ে কসবার বাম প্রার্থী সিপিএমের শতরূপ ঘোষের দাবি, ওই এলাকার তৃণমূল প্রার্থী জাভেদ খানের অনুগামীরা ভোটের মুখে টাকা বিলি করছেন। শতরূপ ঘোষের অভিযোগ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে।

 বামেদের তরফ থেকে জানানো হয়েছে, ওই বিতর্কিত ভিডিও নিয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ করবেন তৃণমূলের বিরুদ্ধে। এই ভিডিও প্রসঙ্গে কসবার বাম প্রার্থী শতরূপ ঘোষ প্রশ্ন তুলেছেন, কিসের টাকা ভরা হচ্ছিল ওই ব্যাগে? এ প্রসঙ্গে শতরূপ ঘোষ বলেছেন- কমিশন প্রার্থীদের আগেই সতর্ক করেছে টাকা দিয়ে কোন লেনদেন করা যাবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খান। তিনি জানিয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন। সঙ্গে তিনি আরো বলেছেন, যারা এধরনের ভিডিও প্রচার করছেন, তাঁরাই এই ভিডিওটি তৈরি করেছেন। তৃণমূল এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। পাল্টা তিনি এই ভিডিওর তদন্তের দাবি করেছেন। 

প্রসঙ্গত কিছুদিন আগে এ ধরনের আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল, যেখানে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুখরাম শতপথিকে দেখা গিয়েছিল  প্রচার চালাচ্ছেন এবং সেই সময় তাঁর প্রচার বাহিনীর মধ্যে থেকে কেউ বলছেন, ভোটের আগের দিন আসলে খরচা দেওয়া হবে।

যথারীতি ওই ভিডিওর ফলে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন বিজেপি নেতা। আর এবার ভোটের মুখে টাকা বিলির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তবে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলেও কমিশনের কাছে গিয়ে কেউ নালিশ জানাননি।

 এক্ষেত্রেও দেখার, জাভেদ খানের বিরুদ্ধে সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ কমিশনে যান কিনা! তবে টাকা দিয়ে প্রার্থী কেনার অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে কিন্তু বড় বিপর্যয়ের মুখে পড়বে তৃণমূল শিবির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত এই ভিডিও বিতর্কের পরিণতি কি হয় সেদিকেই নজর সবার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!