এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > খাতায় কলমে বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট থাকলেও কার্যত অন্য ছবি রাজ্যে, সংযুক্ত মোর্চা নিয়ে একাধিক প্রশ্ন

খাতায় কলমে বাম-কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট থাকলেও কার্যত অন্য ছবি রাজ্যে, সংযুক্ত মোর্চা নিয়ে একাধিক প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে বাম এবং কংগ্রেস শুরুতেই জোট বেঁধেছিল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। কিন্তু বিধানসভা নির্বাচন যখন কাছাকাছি এসে পড়ে, তখন সেই জোটে অংশ নেয় আইএসএফ। এবং তৈরি হয় সংযুক্ত মোর্চা। আঠাশে ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের আগে প্রথম ব্রিগেড সমাবেশ করে বাম-কংগ্রেস এবং আইএসএফ একসাথে এবং সেখানেই দেখা মেলে সংযুক্ত মোর্চার প্রতিনিধি আইএফএস এর আব্বাস সিদ্দিকীর। কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে বাম এবং কংগ্রেস এরাজ্যে শূন্য হয়ে গিয়েছে এবং আইএসএফ এর নওশাদ সিদ্দিকী একটিমাত্র আসনে জয়লাভ করে।

আর এবার সেই সেই নওশাদ সিদ্দিকী গেরুয়া শিবিরের মতন ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদ করতে কলকাতা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখান এবং সেই বিক্ষোভ চলাকালীন তাঁকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। একমাত্র সংযুক্ত মোর্চার প্রতিনিধির বিক্ষোভ নিয়েও হাজারো প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলেও গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ভোট-পরবর্তী হিংসার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুধুমাত্র আইএসএফ একাই কেন? তাঁদের শরিক বাম এবং কংগ্রেসকে ধারে কাছেও দেখা যাচ্ছেনা কেন? প্রসঙ্গত, ভোটের পর কিন্তু শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলেছিল গেরুয়া শিবিরের পাশাপাশি বাম কংগ্রেসও।

কিন্তু পথে নেমে প্রতিবাদ করতে দেখা গেল শুধুমাত্র আইএসএফকে। আর এই নিয়েই চাপানউতোর তুঙ্গে। ভোটে হারের কারণ খুঁজতে গিয়ে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে আইএসএফের সঙ্গে জোট করা নিয়ে একাধিক প্রশ্ন তোলে শরিক দলের নেতারা। সিপিএম নেতা মহম্মদ সেলিমকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে কিছু বলবেন না বলে জানিয়ে দেন। পাশাপাশি তিনি প্রস্তাব দেন, বামফ্রন্ট চেয়ারম্যানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকেও বলা হয়, বামেদের সঙ্গে 92 টি আসন নিয়ে সমঝোতা হয়েছিল। কিন্তু মালদা, মুর্শিদাবাদের মতন একাধিক আসনে আইএসএফ কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আইএসএফ-এর যে একটি তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা। সে কারণেই আইএসএফ এর সঙ্গে তাঁরা এই আন্দোলনে সামিল হয়নি। প্রসঙ্গত রাজনৈতিক মহলের মতে, যে ঢক্কানিনাদ সহযোগে সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল ভোটের আগে, সেই মোর্চা আদৌ এখনো পর্যন্ত আছে কিনা তাই পরিষ্কার নয়। এই পরিস্থিতিতে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন, তিনি প্রেসক্লাবের সামনে প্রতিবাদ জানানোয় পুলিশ গ্রেপ্তার করেছে তাঁকে। তাঁর সঙ্গে শুধুমাত্র তাঁরই দলের 10 জন ছিলেন বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে ভোটের আগে যে উৎসাহ নিয়ে আইএসএফকে মোর্চায় সামিল করানো হয়েছিল, ভোটের ফলাফল বেরোনোর পর আপাতত বাম এবং কংগ্রেস এর মধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে আইএসএফ এর সাথে জোট রাখা নিয়ে। সুতরাং ভবিষ্যতে আইএসএফ এর সঙ্গে কতটা সম্পর্ক রাখবে বাম-কংগ্রেস জোট, তা নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন জাগছে। পাশাপাশি অবশ্য বাম কিংবা কংগ্রেস কেউ এখনো পর্যন্ত পাকাপাকিভাবে আইএসএফ এর সঙ্গে সম্পর্ক ত্যাগের কথাও বলেননি। তাই এই ত্রিফলা জোটকে আগামীদিনেও ভোট ময়দানে পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!