এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > খুশীর খবর! এবার অ্যাপেলের অনলাইন স্টোর ভারতের ,জেনে নিন

খুশীর খবর! এবার অ্যাপেলের অনলাইন স্টোর ভারতের ,জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টিম কুকের বিখ্যাত সংস্থা অ্যাপেল। সারা বিশ্বের বুকে অ্যাপেল এর জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখেনা। অ্যাপেলের কোন একটি ভার্সন বেরোলেই দেখা যায়, লাখ লাখ মানুষ তাঁদের স্টোরের সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে কিনতে। কিন্তু ভারতে সেটা এতদিন সম্ভব হয়নি। কারণ ভারতে অ্যাপেল এর কোন স্টোর নেই। ভারতের ব্যবসা এতদিন অ্যাপেল থার্ড পার্টির মাধ্যমে চালিয়ে এসেছে। কিন্তু এবার অ্যাপেল সরাসরি ভারতের বুকে নিজস্ব সংস্থা খুলতে চাইছে বলে জানা যাচ্ছে।

আর তাই ভারতের অনলাইন স্টোর খোলার কথা এবার পাকাপাকিভাবে ঘোষণা করল অ্যাপেল। জানা গেছে, আগামী 23 শে সেপ্টেম্বর ভারতের বুকে অ্যাপেল স্টোর খোলা হবে। এই প্রথম ভারতে থেকেই অ্যাপেলের যেকোনো পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। 2021 এ ভারতের বাজারে অ্যাপেলের নিজস্ব ফিজিক্যাল স্টোর খুলবে বলে আগেই জানিয়েছিলেন অ্যাপেল এর সিইও টিম কুক। সেই মতো ফেব্রুয়ারীতেই অনলাইন স্টোর খোলার কথা ছিল।

কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। এতদিন অ্যামাজন, ফ্লিপকার্টের মতন ই-কমার্স সাইটগুলির মাধ্যমে অ্যাপেল নিজেদের পণ্য বিক্রি করতো। কিন্তু 23 শে সেপ্টেম্বর থেকে সরাসরি অ্যাপেল স্টোর থেকে গ্রাহকরা অ্যাপেলের যেকোনো পণ্য কিনতে পারবেন। এ প্রসঙ্গে অ্যাপেলের উচ্চপদস্থ কর্তা দিয়েরদ্রে ও’ব্রায়েন জানিয়েছেন, ভারতের বুকে নিজেদের সংস্থা খুলতে পেরে তাঁরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ভারতের গ্রাহকরা যাতে সমস্ত পরিষেবা পায়, তার দিকে সংস্থা নজর রাখবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা গেছে, ভারতের বুকে অ্যাপেল স্টোর থেকে বিভিন্ন পণ্য নিজেদের মতন করে কনফিগার করে নিতে পারবেন গ্রাহকরা। এছাড়াও ছাত্রদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে অ্যাপেল এর পক্ষ থেকে বলে জানা গেছে। অনলাইন অর্ডার দেওয়ার 24 থেকে 72 ঘণ্টার মধ্যে গ্রাহকের হাতে পণ্য পৌঁছে যাবে ব্লু ডার্ট ডেলিভারি সংস্থার মাধ্যমে। তবে ইদানিং শোনা যাচ্ছে, বিশ্বজুড়ে আইফোনের চাহিদাতে কিছুটা ভাটা পড়েছে। আর তাই এবার ভারতের বাজারে ব্যবসা করতে নামতে চলেছে অ্যাপেল।

ভারতে পণ্যের দাম কম করার জন্য ইতিমধ্যে উৎপাদনও শুরু করেছে অ্যাপেল সংস্থা। এবার নিজেদের স্টোর খুলবে তাঁরা 23 শে সেপ্টেম্বর। বিশেষজ্ঞদের মতে, অ্যাপেল কোম্পানির আলাদা একটি বৈশিষ্ট্য আছে। ভারতের বুকে অন্যান্য মোবাইল সংস্থাগুলি যেভাবে বাজার অধিগ্রহণ করেছে, নিঃসন্দেহে অ্যাপেল আসলে কিছুটা জায়গা তো পাবেই। তবে সে ক্ষেত্রে ভারতের সাধারণ মধ্যবিত্ত বা মধ্যবিত্তের নাগালের মধ্যে অ্যাপেলের ফোন থাকবে না বলেই মনে করা হচ্ছে। আপাতত নজর, অ্যাপেলের অনলাইন স্টোর খোলার পর ভারতের বুকে তারা কেমন ব্যবসা চালাবে, তার দিকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!