এখন পড়ছেন
হোম > জাতীয় > ১৫ দিনে বিল ১৮ লক্ষ টাকা! তারপরেও শিশুর মৃত্যু ডেঙ্গুতে

১৫ দিনে বিল ১৮ লক্ষ টাকা! তারপরেও শিশুর মৃত্যু ডেঙ্গুতে

রাজ্যজুড়ে যখন ডেঙ্গু নিয়ে তীব্র মতভেদ শাসক-বিরোধীতে, তখন এ বঙ্গদেশ থেকে বহুদূরে গুরুগ্রামে সামনে এল এক হৃদয় বিদারক কাহিনী। যমজ দুই বোনের মধ্যে বড়বোন সাত বছরের আদ্যা সিংয়ের দু মাস আগে ডেঙ্গু ধরা পড়ে। প্রাথমিকভাবে তাকে দ্বারকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানে ফল না মেলায় গত ৩১ অগাস্ট তাকে স্থানান্তরিত করা হয় গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে।
ওই শিশুটির বাবা-মায়ের অভিযোগ, ভর্তি হওয়ার পরেরদিনই তাকে ১৫ দিনের জন্য ভেন্টিলেটরে দিয়ে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও বাঁচানো যায়নি তাকে। কিন্তু ওই ১৫ দিনে ৬৬০ টি সিরিঞ্জ ও ২৭০০ টি গ্লাভসের খরচ দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ১৮ লক্ষ টাকার বিল ধরিয়েছে। এই খবর সামনে আসতেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি লাড্ডা এ ব্যাপারে যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!