এখন পড়ছেন
হোম > রাজ্য > স্কাইওয়াকের পর খুব শীঘ্রই কলকাতাবাসীকে আরেক অনন্য উপহার মুখ্যমন্ত্রীর

স্কাইওয়াকের পর খুব শীঘ্রই কলকাতাবাসীকে আরেক অনন্য উপহার মুখ্যমন্ত্রীর


মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরই কলকাতাকে বিশ্বের মানচিত্রে ঠাই করে দিতে একের পর এক সৌন্দর্যায়নের নজর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর এই অনবদ্য সৌন্দর্যের মধ্যে সম্প্রতি কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরে তৈরি হয়েছে স্কাইওয়াক। আর এবার সেই মুখ্যমন্ত্রীর হাত ধরেই কলকাতার উন্নয়নের মুকুটে পালকে যোগ হতে চলেছে কলকাতা গেট।

প্রসঙ্গত উল্লেখ্য, সারাদেশের পরিচিতির জন্য যেমন ইন্ডিয়া গেট রয়েছে, ঠিক তেমনি কলকাতার পরিচিতির জন্য কেন কলকাতা গেট থাকবে না এই বিষয়ে অনেকদিন আগেই একটি ভাবনা চিন্তা করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এই কুলকাতা গেট যাতে তৈরি করা যায় সেই ব্যাপারে হিডকো কর্তৃপক্ষ এবং প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে একটি আলোচনাও সারেন তিনি।

আর এর পরেই মুখ্যমন্ত্রীর এই ভাবনাকে বাস্তবায়িত করতে কলকাতা গেটের জন্য আধুনিক ডিজাইন চেয়ে হিডকোর তরফে অল ইন্ডিয়া ডিজাইন কনটেস্টের আয়োজন করা হয়। যেখানে অংশ নেন দেশের নামীদামি ডিজাইন সংস্থাগুলি। তবে এই প্রথিতযশা সংস্থাগুলির মধ্যে কলকাতা গেটের জন্য ঠিক কোন ডিজাইনকে বেছে নেওয়া হবে সেই ব্যাপারে স্থপতি দুলাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করা হয় একটি কমিটিও।

জানা যায়, আইআইটি মুম্বাইয়ের নকশাটিকেই এই কলকাতা গেটের জন্য চূড়ান্ত করে সেই কমিটি। অন্যদিকে এই গেট তৈরির জন্য বরাত দেওয়া হয় পুনের একটি সংস্থাকে। সূত্রের খবর, বর্তমানে সেই কলকাতা গেটের কাজ প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে, 200 মিটার পরিধি এবং 55 মিটার উচ্চতায় এই কলকাতা গেটের পিলারগুলি তৈরি করা হয়েছে।

পাশাপাশি মাটি থেকে 25 মিটার উচ্চতায় একটি রিংও তৈরি হয়েছে। যেই রিং এর ভেতরের ঝুলন্ত রেস্তোরাঁ সকলের মন কাড়বে বলে আশাবাদী প্রশাসনিক কর্তারা। কিন্তু এই কাজ প্রায় শেষ পর্যায়ে হলেও এই কাজের সেফটি সার্টিফিকেট পাওয়া নিয়েই এতদিন প্রতীক্ষায় প্রহর গুনছিল হিডকো কর্তৃপক্ষ।

এবারে সেই হিডকোকে এই কলকাতা গেটের পিলার ও রেস্তোরাঁ পরীক্ষা করে সেই সেএফটি সার্টিফিকেট দিয়ে দিল রাইটস। কিন্তু কী আছে সেই সেফটি সার্টিফিকেটে? জানা গেছে, একসাথে 150 জনের বেশি এই কলকাতা গেটে ওঠার ব্যাপারে নিষেধাজ্ঞা করা হয়েছে এই সার্টিফিকেটে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি সাইক্লোন হলে যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য আগাম সব প্রস্তুতিও নিতে বলা হয়েছে। আর সবশেষে সেই সার্টিফিকেট পেয়েই আর কিছুদিনের মধ্যেই জনসাধারণের জন্য সেই আকর্ষণীয় কলকাতা গেট উন্মুক্ত করে দিতে চলেছে রাজ্য সরকার। যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কলকাতার সৌন্দর্যায়নের মুকুটে সেই মুখ্যমন্ত্রীর হাত ধরেই ফের বসতে চলেছে নয়া পালক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!