এখন পড়ছেন
হোম > রাজ্য > নির্মল বাংলা নিয়ে ক্রমশ কড়া হচ্ছে রাজ্য সরকার, 15 দিনের মধ্যে শৌচাগার না তৈরি হলে বড় শাস্তি

নির্মল বাংলা নিয়ে ক্রমশ কড়া হচ্ছে রাজ্য সরকার, 15 দিনের মধ্যে শৌচাগার না তৈরি হলে বড় শাস্তি


রাজ্যকে নির্মল বাংলা প্রকল্পে সেরা করে তুলতে প্রথম থেকেই উদ্যোগী হয়েছে সরকার। তবে সেই প্রকল্পে সেরার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু ব্লকের ঢিলেমিতা। আর তাইতো নোটিশ হাতে পেয়েও যে সমস্ত ব্লক এই শৌচাগার তৈরিতে অনীহা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। যেমন, বরঞা ব্লক।

সূত্রের খবর, গত 2012 সালে বেসলাইন সার্ভের লক্ষ্যমাত্রা অনুসারে এই ব্লকে সরকারি সাহায্যে প্রায় প্রতিটি শৌচাগার নির্মাণের কাজই সম্পন্ন হয়েছে। কিন্তু এখনো শৌচাগার তৈরি হলেও তা ব্যবহারই করছেন না বাসিন্দারা। উল্টে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে খোলা মাঠে শৌচকর্ম করছেন তারা। যার জেরে সরকারের উদ্দেশ্য এবং এই প্রকল্পের সার্থকতা দুইই এই ব্লকে ধ্বংসের মুখে যেতে বসেছে।

প্রশাসনের তরফে জানা গেছে, 13 টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সমীক্ষা চালিয়ে টয়লেট বিহীন 5000 টি এবং শৌচাগার নির্মাণের পরও তা ব্যবহার না করা 2000 টি পরিবারের হদিশ পাওয়া গেছে।

যার মধ্যে এই বড়ঞা ব্লকে রয়েছে, সুন্দরপুর, বিপ্রশেখর, কল্যানপুর-১ এবং কুলি গ্রাম পঞ্চায়েতের মতো এলাকাগুলি। ইতিমধ্যেই এই টয়লেট তৈরিতে যাতে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা বাড়ানো যায় তার জন্য ভোরে ও সন্ধ্যায় পাড়া বৈঠক এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন কর্মসূচিও চালাচ্ছে প্রশাসন।

কিন্তু তাতেও তেমন কোনো সাড়া না-মেলায় এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে এই বরঞা ব্লক প্রশাসন। কিন্তু কি সেই পদক্ষেপ? জানা গেছে, এবার থেকে এই টয়লেট তৈরির জন্য প্রশাসনের তরফে প্রত্যেককে নোটিশ পাঠানো হবে।

আর সেই নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে যদি কেউ শৌচাগার তৈরি না করেন তাহলে আগামী ডিসেম্বর মাস থেকে তাদের সম্পূর্ণ সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেবে প্রশাসন। ইতিমধ্যেই এই ব্লকের 1500 জনের কাছে এই নোটিশ পাঠিয়েও দিয়েছে প্রশাসন। কিন্তু এতে কি আদৌ কোন কাজ হবে?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এই প্রসঙ্গে সেই বরঞা ব্লকের বিডিও সাগর ঘোষ বলেন, “নির্মল বাংলা গড়তেই এহেন কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, সকলেই এবার থেকে শৌচালয় ব্যবহার করবেন।” সব মিলিয়ে অবশেষে নির্মল বাংলা প্রকল্পকে সঠিকভাবে বাস্তবায়িত করতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!