এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা পুরসভায় যৌন-নির্যাতনের অভিযোগে তুলকালাম, দপ্তরের অফিসারের বিরুদ্ধেই অভিযোগ

কলকাতা পুরসভায় যৌন-নির্যাতনের অভিযোগে তুলকালাম, দপ্তরের অফিসারের বিরুদ্ধেই অভিযোগ


ভাগাড় কাণ্ডের পরে আরেক অবিশ্বায় ঘটনার সাক্ষী হলো কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন দফতরের দুই মহিলা ইঞ্জিনিয়ার  এদিন সংশ্লিষ্ট দফতরেরই অন্য অফিসারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলো। পুরসভার ঐ দুই মহিলা ইঞ্জিনিয়ার এদিন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ তারক সিং-এর কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অফিসার প্রকাশ তালুকদার অবশ্য এই প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অভিযুক্ত অফিসার প্রকাশ তালুকদারের সহকর্মীদের একাংশ যদিও মহিলা ইঞ্জিনিয়ারদের আনা এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন । এই ঘটনা প্রসঙ্গে  কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন দফতরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত দুই অল্প বয়েসী মহিলার বয়ান অনুসারে প্রকাশ তালুকদার নামে ওই এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন শুধু তাই নয় তাঁদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। এমনকি কুদৃষ্টিতে তাকানোর অভিযোগ ও জানিয়েছেন পুরসভার দুই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মেয়র ও মেয়র পারিষদের কাছে লিখিত অভিযোগপত্রে তাঁরা জানিয়েছেন এই ঘটনায় তাঁরা অত্যন্ত অপমানিত হয়েছেন, এতোটাই গাঢ় প্রভাব ফেলেছে এই ঘটনা তাদের জীবনে যে তারা প্রতিনিয়তই মানসিক অশান্তিতে ভুগছেন। মানসিক শান্তি বিঘ্নিত এবং অপমানের তাড়নায় তাঁরা আত্মহত্যা করার মতো অবস্থায় পৌঁছেছেন। মেয়র পারিষদ নিকাশি তারক সিং ওই দুই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!