এখন পড়ছেন
হোম > জাতীয় > লকডাউন ৪ চললেও এবার রাজ্যে ট্রেন চালাতে চান মুখ্যমন্ত্রী! বাড়ছে উৎকণ্ঠা

লকডাউন ৪ চললেও এবার রাজ্যে ট্রেন চালাতে চান মুখ্যমন্ত্রী! বাড়ছে উৎকণ্ঠা


করোনা ভাইরাসকে আটকাতে লকডাউনই একমাত্র উপায়। সেইমত প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার লকডাউনের পর সোমবার থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে গোটা দেশজুড়ে। তবে এই চতুর্থ দেখার লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা আনতে দেখা গেছে কেন্দ্রীয় সরকারকে। রাজ্যগুলির উপর কোন জায়গায় নিয়ম শিথিল করা যায়, সেই ব্যাপারে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। আর এমন পরিস্থিতিতে কর্নাটক সরকারের পক্ষ থেকে চতুর্থ দফার লকডাউনে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

তবে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হলেও, এবার চতুর্থ দফার এই লকডাউনে রাজ্যের ভিতরে ট্রেন চালানোর অনুমতি দিয়ে কার্যত বিতর্কে জড়ালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা। এদিন তিনি বলেন, “গুজরাট, মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ুর মানুষদের রাজ্যে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। বেসরকারি বাসগুলোকে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। বাসের 30 জন যাত্রী নেওয়া হবে আর মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা আবশ্যক হবে। বাসের ভাড়া বাড়বে না। আন্তঃরাজ্য পরিবহনকে মঞ্জুরি দেওয়া হবে না। কেবলমাত্র জরুরী পরিষেবার জন্য অনুমতি দেওয়া হবে। আগামী 31 মে পর্যন্ত রাজ্যে ট্রেন চালানো হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সেলুন খোলার অনুমতি দেওয়ার পাশাপাশি, সকাল সাতটা থেকে নয়টা এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পার্ক খোলা হবে বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকার অবস্থা বুঝে রাজ্যগুলোর ওপর কোথায় লকডাউন শিথিল করা দরকার, তার সমস্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কিন্তু এই সময় রাজ্যগুলির উচিত বুঝেশুনে এই লকডাউন শিথিল করা।

কেননা একবার লকডাউন শিথিল করলে সামাজিক দূরত্ব যদি বিঘ্নিত হয়, তাহলে পরিস্থিতি বেগতিক হয়ে যেতে পারে। সেদিক থেকে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে এই কথা বলার পরেই সেভাবে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের কথা বলা শুরু করেছেন, তাতে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!