এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্য সভাপতি পদে বদল! দিলীপ ঘোষের কথায় জল্পনা

রাজ্য সভাপতি পদে বদল! দিলীপ ঘোষের কথায় জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট :- সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচন যে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বেই হবে, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিজেপির কাছে এই নির্বাচনে সাফল্য পেয়ে রাজ্যের ক্ষমতা দখল করা যখন অন্যতম টার্গেট, ঠিক তখনই রাজ্য সভাপতি হিসেবে নিজের মেয়াদ নিয়ে কার্যত জল্পনা বাড়িয়ে দিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন জগদ্দলে একটি চা চক্রে যোগ দেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। আর সেখানেই নিজের পদ নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় তাকে।

দিলীপবাবু বলেন, “দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জন্য জন্মায়নি। আর 1-2 বছর পর আমাকে এখান থেকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। আমার জায়গায় অন্য কোনো সাধারণ কার্যকর্তা দায়িত্ব নেবেন।” স্বাভাবিক ভাবেই বর্তমান সময়ে তার এই মন্তব্য নিয়ে এবার তৈরি হয়েছে জল্পনা।অনেকেই বলতে শুরু করেছেন, তাহলে কি দিলীপ ঘোষ এবার রাজ্য সভাপতি পদ ছাড়তে আগ্রহী, নাকি এই রাজ্য সভাপতির পদ থেকে সরে গিয়ে তার জন্য বড় কোনো জায়গা দেওয়া হবে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপিতে দুই দফায় অর্থাৎ 6 বছরের বেশি কেউ সভাপতি হিসেবে তার ক্ষমতা দখল করতে পারেন না। কিন্তু ইতিমধ্যেই দিলীপবাবুর রাজ্য সভাপতি পদের মেয়াদ ছয় বছর ফুরিয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, তখন পদ থেকে সরে যাওয়া নিয়ে সেই দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।‌ অনেকে বলছেন, দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে বৃথা চর্চা করা হচ্ছে। বিজেপি সাংগঠনিক এবং শৃঙ্খলাপরায়ন দল।

তাই স্বাভাবিকভাবেই একজনকে সরিয়ে দিয়ে অন্যজনকে জায়গা দিতে হবে, এটাই বিজেপির নিয়ম। সেক্ষেত্রে বিজেপির মত সর্বভারতীয় দলের গঠনতন্ত্র নিয়েই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। অর্থাৎ তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে, দলে সবাইকে যোগ্য জায়গা দেওয়া হবে। আজ তিনি বিজেপি সভাপতি থাকলেও, তাকে একসময় পদ ছেড়ে দিতে হবে এবং নতুন কেউ আসবে। আর সেই কথাই নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন দলের বর্তমান রাজ্য সভাপতি বলে দাবি করছেন তার ঘনিষ্ঠরা।

এদিন দলবদলকারী বেশ কিছু নেতাদের সম্পর্কেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “একদিন অর্জুনদা আর আমি সামনাসামনি লড়তাম। আজকে উনি দলের রাজ্য সহ-সভাপতি। আর আমি সভাপতি। শুভেন্দুর এলাকায় আমার গাড়ি ভাঙ্গা হয়েছিল। ওর সঙ্গে সামনাসামনি লড়াই হত। আর আজ শুভেন্দু আর আমি পাশাপাশি দাঁড়িয়ে লড়ছি। সুনীলদাকে হারাবার জন্য আমি প্রচারে এসেছিলাম। আজ সুনীলদা আমাদের কাছে আছে। আমরা কোনো ব্যক্তির জন্য বা দলের জন্য লড়াই করছি না। আমরা বাংলার জন্য লড়াই করছি। এটাই বিজেপি। যে যেখানে যোগ্য লোক আছেহ তাকে আমরা পচতে দেব না।

আমাদের দলে এনে মালা পড়িয়ে নেতা বানিয়ে তাকে দিয়ে বাংলার পরিবর্তন করব। এটাই বিজেপির বৈশিষ্ট্য।” অর্থাৎ আগামী দিনেও যে এইরকম দলবদলের খেলা চলবে, তা এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মধ্যে দিয়েই বুঝিয়ে দিতে চেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিকে এদিন চা-চক্র থেকে তৃণমূলের বেশ কিছু নীতি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তবে এদিন নিজের পদে থাকা নিয়ে জল্পনা বাড়িয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!