এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে! বড়সড় ভাঙন ধরাল গেরুয়া শিবির

লকডাউনে বড় ধাক্কা ঘাসফুল শিবিরে! বড়সড় ভাঙন ধরাল গেরুয়া শিবির


লকডাউন এর জেরে যখন সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ, ঠিক তখনই আবার দলবদলের প্রক্রিয়া অনুষ্ঠিত হল বাংলায়। এবার বাঁকুড়া জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 22 টির মত পরিবার।

গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে একের পর এক বিভিন্ন জেলা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যায়। আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতেও দেখা যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে বঙ্গ রাজনীতিতে এখন এটা রোজকার ব্যাপার হয়ে গিয়েছিলো।

কিন্তু এরমাঝেই গোটা বিশ্বজুড়ে উদ্ভব হয় করোনা ভাইরাসের মত ভয়াবহ রোগের, যার আঁচ এসে পরে বাংলাতেও। শুধু তাই নয় তার সঙ্গে যোগ হয়েছে আমফান, যার জেরে লণ্ডভণ্ড বাংলা।এখনো হয়নি পরিস্থিতি স্বাভাবিক, বিক্ষোভ চলছে চারদিকে। সেখানে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বার বার বিরোধীদের অনুরোধ করতে দেখা গেছে রাজনীতি না করতে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বার বার রাজনীতি করার অভিযোগ উঠেছে। নানা দল ভাঙিয়ে এই লকডাউনের মধ্যেও তারা দল ভারী করেছে। এবার তাদের দলে নাম লেখালো বিজেপি।

সূত্রের খবর, এদিন বাঁকুড়ার ওন্দার রতনপুর গ্রাম পঞ্চায়েতের বাইশটি পরিবার ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখান। যেখানে তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমরনাথ শাখা। আর লকডাউনের মুহূর্তে বাঁকুড়া জেলায় 22 টির মত পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় গেরুয়া শিবির এখানে অনেকটাই উজ্জীবিত হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলার দুটি লোকসভা কেন্দ্র দখল করেছে ভারতীয় জনতা পার্টি। তবে পরবর্তী সময়ে তৃণমূলের পক্ষ থেকে এই জেলায় দাঁত ফোটানোর প্রবল চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকেও লকডাউনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের নিজেদের দিকে যোগদানের প্রবণতা দেখা গেছে। তবে সেই সমস্ত কিছুকে ফিকে করে দিয়ে এদিন বিজেপির পক্ষ থেকে যে যোগদান অনুষ্ঠিত হল, তা আগামী দিনে তৃণমূলকে অনেকটাই চাপে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিন এই পরিবারগুলোকে নিজেদের দলে যোগদান করিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমরনাথ শাখা বলেন, “মোদিজীর নেতৃত্বে যেভাবে সারাদেশ এগিয়ে চলছে, সেই কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করতেই এই কর্মীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।”

এদিকে তৃণমূলের এই সমস্ত কর্মীরা বিজেপিতে যোগদান করলেও, এখনও পর্যন্ত ঘাসফুল শিবিরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে লকডাউনের মুহূর্তে বিজেপিতে এই বিপুল যোগদান আগামী দিনে বাঁকুড়া জেলার রাজনৈতিক সমীকরণ কোথায় নিয়ে গিয়ে দাড় করায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!