এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনের গেরোয় কি চাপে পড়ছে গেরুয়া শিবির, কিভাবে পালন হবে প্রত্যক্ষ কর্মসূচী?

লকডাউনের গেরোয় কি চাপে পড়ছে গেরুয়া শিবির, কিভাবে পালন হবে প্রত্যক্ষ কর্মসূচী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকে রাজ্য বিজেপির বহুচর্চিত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে যেরকম একুশের বিধানসভা নির্বাচনে হারের কারণ পর্যালোচনা হয়েছে, ঠিক সেভাবেই আগামী দিনে গেরুয়া শিবিরের বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ নিয়েও আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, কলকাতার বুকে লালবাজার থেকে শুরু করে জেলায় জেলায় আন্দোলন কর্মসূচির সূত্রপাত করতে চলেছে বিজেপি। কিন্তু এখনই দিনক্ষণ ঘোষণা করা যাচ্ছেনা, তার কারণ এই মুহূর্তে চলছে রাজ্যজুড়ে লকডাউন। অন্যদিকে, লোকসভার বাদল অধিবেশন গেরুয়া শিবিরের রাজনৈতিক কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা ডেকে এনেছে। কারণ জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই লোকসভার বাদল অধিবেশন শুরু হওয়ার কথা।

এবং সেখানে রাজ্যের সাংসদদের উপস্থিত থাকার কথা। সেক্ষেত্রে রাজ্যে আন্দোলন কর্মসূচিতে সাংসদদের অনুপস্থিত থাকার সম্ভাবনা। ভোট পরবর্তী হিংসা নিয়ে আন্দোলনের কর্মসূচি গেরুয়া শিবিরের আগে থেকেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন 23 শে জুন থেকে তাঁর জন্মদিন 6 জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি হবার কথা ছিল। কিন্তু সেখানেও লকডাউনের ফলে সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও একুশে জুন যোগ দিবসে বৃক্ষরোপণ এবং 25 জুন জুরুরী অবস্থার ঘোষণা করার দিনটিকে কালা দিবস পালন করার কথা ছিল রাজ্য বিজেপির। কিন্তু সেই কর্মসূচিও অথৈ জলে।

রাজ্য বিজেপি আগে থেকেই ঠিক করে রেখেছিল জুলাইয়ে প্রথমার্ধে জাল ভ্যাকসিন কান্ডের বিরোধিতায় কলকাতা লালবাজার ঘেরাও কর্মসূচি নেওয়া হবে। কিন্তু লকডাউনের জন্য লোকাল ট্রেন চলছেনা 15 জুলাই পর্যন্ত। পাশাপাশি বাসের যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি আছে। ফলে সেই কর্মসূচিও আপাতত পালন করা যাচ্ছেনা। মঙ্গলবার কার্যকারিণী বৈঠকের পর বড় কর্মসূচি ঘোষণার কথা থাকলেও আপাতত পরিস্থিতি অনুযায়ী সেই কর্মসূচী পালনের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। গেরুয়া সূত্রে খবর, আগস্ট মাসের আগে আপাতত কোনো কর্মসূচি রাজ্যে সম্ভব নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত রাজ্যের করোনা পরিস্থিতি এবং রাজ্যজুড়ে বিধিনিষেধ কোন দিকে মোড় নেবে তার উপরে সব কিছু নির্ভর করছে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দিল্লিতে বাদল অধিবেশনের জন্য যদি চলে যান দীর্ঘদিনের জন্য, তাহলে এ রাজ্যে কর্মসূচি সফল করা কঠিন হবে।  মনে করা হচ্ছে, রাজ্য বিজেপির নেতারা যদি জেলা সফর না করেন তাহলে কর্মসূচি সফল করা সম্ভব নয়। কারণ এমনিতেই একুশের বিধানসভা নির্বাচনের পর গেরুয়া শিবিরে ভাঙনের পরিস্থিতি। তার মধ্যে যদি জনসমাগম না হয় কর্মসূচীতে, তাহলে কর্মসূচি সফল হবেনা। পাল্টা খোঁচা যে খেতে হবে সেটা আলাদা।

তাই মঙ্গলবারের বৈঠকে  রাজ্য বিজেপি নেতৃত্বের জেলা সফরে জোর দেওয়া হচ্ছে। রাজ্য নেতাদের পাশাপাশি বিজেপি সাংসদদেরও জেলায় জেলায় যাবার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্য বিজেপির কার্যকারিণী বৈঠকের পর এবার জেলায় জেলায় বিজেপির কার্যকারিণী বৈঠক হবে বলে জানা যাচ্ছে। আপাতত লকডাউন এর গেরোয় পরে গেরুয়া শিবির যে কার্যত বেশ কিছুটা কোণঠাসা, সে কথা বলাইবাহুল্য। অন্যদিকে যদি দীর্ঘসময় কোন কর্মসূচী পালন করা না যায়, তাহলে কিন্তু গেরুয়া শিবিরের ওপর সাংগঠনিক চাপ বাড়বে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!