এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নিয়ে একদিকে শাসকদল অন্যদিকে প্রশাসনের উপর চাপের খেলা শুরু মুকুল রায়ের

লোকসভা নিয়ে একদিকে শাসকদল অন্যদিকে প্রশাসনের উপর চাপের খেলা শুরু মুকুল রায়ের

তৃনমূলে থাকার সময় তিনিই বলেছিলেন, তাঁর নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজনৈতিক জার্সি বদল করে একের পর এক সেই প্রাক্তন দলের নেত্রী কেই কার্যত “ডাকাত” বলে অভিহিত করলেন বর্তমান বিজেপি নেতা মুকুল রায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর, গত মঙ্গলবার বিকেলে হাওড়া ময়দানে ফ্লাইওভারের নিচে বিজেপি আয়োজিত একটি সভা থেকে মুকুল রায় বলেন, “34 বছরের বাম অপশাসনকে সরিয়ে পরিবর্তন এনে আজ দেখছি বাংলার মানুষ চোর তাড়িয়ে ডাকাত এনেছে। আর গনতন্ত্রে সেই ডাকাতটিই হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” রাজনৈতিক মহলের মতে, 2013 সালে যেখানে 11 শতাংশ প্রার্থী ভোটে দাড়াতেই পারেননি সেখানে 2017 র পঞ্চায়েতে সেই সংখ্যাটা বেড়ে দাড়ায় 34 শতাংশে। আর এতেই বেজায় চটেছেন বঙ্গ বিজেপি। আর সেই প্রসঙ্গেই একদা তৃনমূলের ঘরের ছেলে তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়কে দিয়েই তৃনমূলের সন্ত্রাসের খবর তুলে ধরলেন তাঁরা। সামনে 2019 কে পাখির চোখ করে বিজেপিকে সরানোর জন্যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছেন সে নিয়েও এদিন কটাক্ষের সুর শোনা গেল এই বিজেপি নেতার গলায়।

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে তিনি বলেন, “ফেডারেল ফ্রন্ট জীবনে হবে না। তাই এ নিয়ে বৃথা আলোচনা করে দিবাস্বপ্ন দেখছেন মমতা ব্যানার্জী।” বিজেপি সূত্রের খবর, গোটা রাজ্যের পাশাপাশি গত মঙ্গলবার হাওড়া জেলার জেলাশাসকের কাছে শাসীদল তৃনমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির। অভিযোগ, জেলাশাসক বিজেপিরএই ডেপুটেশন কপি গ্রহন করেননি। ফলে তা ডেসপ্যাচেই জমা দিতে হয়েছে তাদের। সব মিলিয়ে এদিনের এই সভা থেকে শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি নেতারা 2019 এর প্রস্তুতি জোরকদমে শুরু করে দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!