এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > লোকসভার আগেই খেলা শুরু, মমতার ঘর ভাঙলেন শুভেন্দু! তাজ্জব তৃণমূল!

লোকসভার আগেই খেলা শুরু, মমতার ঘর ভাঙলেন শুভেন্দু! তাজ্জব তৃণমূল!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট তৈরিতে ব্যস্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলায় কি করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর ভাঙতে হয়, তা দেখিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। ঘাটাল তৃণমূলের নাকি শক্ত ঘাঁটি! আর সেই ঘাটালের সভা থেকেই প্রচুর তৃণমূলের নেতা কর্মীদের বিজেপিতে যোগদান করালেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এই যোগদানের মধ্যে দিয়ে শুভেন্দুবাবু তৃণমূলকে বার্তা দিয়ে দিলেন, লোকসভার খেলা এখন থেকেই শুরু হয়ে গেল। তবে রাজ্যের সর্বত্র যখন তৃণমূলের জোয়ার, তখন ঘাটালে এই বিজেপিতে যোগদান থেকে রীতিমতো তাজ্জব তৃণমূল নেতৃত্বও।

প্রসঙ্গত, এদিন ঘাটালে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল। আর সেই সভা থেকেই তৃণমূল থেকে আসা প্রচুর নেতা নেত্রীদের হাতে গেরুয়া শিবিরের পতাকা তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা। অনেকের প্রশ্ন, যেখানে পুলিশ তৃণমূলের হাতে, যেখানে তৃণমূলের বিরুদ্ধে বলার মত কোনো পরিস্থিতি নেই, সেখানে ঘাটালে এই উলটপুরান কিভাবে সম্ভব! একাংশের বক্তব্য, এটাই শুভেন্দু অধিকারীর ম্যাজিক। লোকসভার আগে তৃণমূলের ঘর ভাঙ্গার খেলা হয়তো শুরু হয়ে গেল। আগামী দিনে তা আরও বৃদ্ধি পাবে।

বলা বাহুল্য, এর আগেও 2019 সালের লোকসভা নির্বাচনের কিছুদিন আগে থেকে তৃণমূলের ঘর ভাঙতে শুরু করেছিল। হেভিওয়েট নেতা, বিধায়ক থেকে শুরু করে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে শুরু করেছিলেন। প্রায় প্রতিদিনই বিজেপির দিল্লির সদর দপ্তরের দিকে নজর থাকত বাংলার রাজনৈতিক মহলের। কোন নেতা কোন দিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন! শুধু তাই নয়, 2021 এর বিধানসভা নির্বাচনের আগেও এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। আর 2024 এর লোকসভা নির্বাচনের আগে যেভাবে জেলায় জেলায় তৃণমূলের ঘর ভাঙতে শুরু করেছে, ঘাটালে যে প্রবণতা লক্ষ্য করা গেল, তাতে আগামী দিন তৃণমূল যে খুব একটা সুখকর জায়গায় নেই, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, ঘাটাল তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। কিন্তু সেখানেও তৃণমূল থেকে প্রচুর নেতাকর্মীদের বিজেপিতে যোগদান করিয়ে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, তিনিও খেলা ঘোরাতে পারেন। বারবার শুভেন্দুবাবু দাবি করেন, 2021 এর বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখিয়ে দিয়েছেন। তাই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে তার বেশি পরিশ্রম করতে হবে না। অনেকে আবার এটাও বলছেন, ২০২৪ এর লোকসভা নির্বাচনের সঙ্গে যদি বাংলার বিধানসভা নির্বাচন হয়, তাহলে তৃণমূলের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব কিনা, সেটাই একটা বড় প্রশ্নচিহ্নের বিষয়। ইতিমধ্যেই সেই বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকেও। আর এই পরিস্থিতির মধ্যেই যেভাবে লোকসভার আগে তৃণমূলের ঘর ভাঙছেন শুভেন্দু অধিকারী, তা তৃণমূলের অনেকেও কল্পনা করতে পারছেন না‌। গতি প্রকৃতি দেখে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!