এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মালদা জেলার তৃণমূল শিবিরে জোর তৎপরতা বিরোধী আটকাতে, জেনে নিন

মালদা জেলার তৃণমূল শিবিরে জোর তৎপরতা বিরোধী আটকাতে, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মালদা জেলা তৃণমূল কংগ্রেস নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা তুঙ্গে। বহুভাবে মালদা জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। সম্প্রতি মালদা জেলার ব্লক কমিটি গঠন নিয়ে শুরু হয়েছিল তীব্র চাপান উতোর। পরিস্থিতি হাতের বাইরে বের হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতে এবং সংগঠন মজবুত করতে আসরে নামেন মালদা জেলা সভাপতি মৌসম নুর এবং অন্যান্যরা। অন্যদিকে মালদা জেলার নতুন ব্লক কমিটি ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে।

আর তারপরেই মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নির্দেশ দিয়েছে, আগামী 15 ই অক্টোবরের মধ্যে জেলার প্রতিটি বিধানসভাভিত্তিক কর্মী সম্মেলন শেষ করার। তৃণমূলের নির্দেশ, প্রতিটি বিধানসভা এলাকায় সম্মেলনে যেন দশজন করে কর্মী যোগ দেন। এবং প্রতিটি সম্মেলন যেন সুষ্ঠুভাবে হয় তার জন্য ব্লক সভাপতি এবং বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে রবিবার মালদা জেলার তৃণমূল কোর কমিটি একটি বৈঠকের আয়োজন করে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সদস্য মৌসুম নূর সহ অন্যান্যরা। বৈঠকে যোগ দিয়েছিলেন অন্যান্য বিধায়ক এবং সদ্য নিযুক্ত ব্লক সভাপতিরা। যোগদানকারী প্রত্যেক বিধায়ক ব্লক সভাপতিদের বিধানসভা ভিত্তিক সাংগঠনিক সম্মেলনের ব্যাপারটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। মালদা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার জানিয়েছেন, নতুন ব্লক সভাপতিদের সঙ্গে এটাই প্রথম পূর্ণাঙ্গ বৈঠক জেলা তৃণমূল নেতৃত্বের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী দিনে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলনে ব্লক সভাপতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, মালদা জেলায় যেভাবে বিরোধীদের সামলাতে হচ্ছে ঠিক সেভাবে তৃণমূলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্বও বাধা হয়ে দাঁড়িয়েছে এ সংগঠনের। দীর্ঘদিন ধরে মালদা জেলার মোথাবাড়ি, গাজোল, রতুয়াসহ প্রায় প্রতিটি বিধানসভা এলাকায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে। যদিও শাসক দলের নেতারা এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিশেষ চিন্তিত নন বলে শোনা যাচ্ছে।

এদিন তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকারকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের মধ্যে মতানৈক্য থাকা স্বাভাবিক। কিন্তু তিনি গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি পুরোপুরি নস্যাৎ করেছেন। বিশেষজ্ঞদের মতে, যত দিন যাচ্ছে ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে মালদা জেলা অন্যতম বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক মহলের অবশ্য অনেকেরই মতে, মালদা জেলার ব্লক কমিটি ঘোষণা হলেও সেই জেলার গোষ্ঠীদ্বন্দ্ব যে পুরোপুরি বন্ধ হয়ে গেল তা কিন্তু নয়। নতুন জেলা কমিটি এবং নতুন ব্লক কমিটি নিয়েও এবার মালদা জেলায় নতুন কোনো অশান্তি বাঁধে কিনা, সেদিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!