এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মালদা জেলায় তৃণমূল ও বিজেপির চাপানউতোর তুঙ্গে, সৌজন্যে অনাস্থা প্রস্তাব

মালদা জেলায় তৃণমূল ও বিজেপির চাপানউতোর তুঙ্গে, সৌজন্যে অনাস্থা প্রস্তাব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনের আগেই মালদা জেলা পরিষদ থেকে বেশ কয়েকজন তৃণমূল নেতা যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেসময় গেরুয়া শিবির থেকে দাবি করা হয়, মালদা জেলা পরিষদ তাঁদের দখলে চলে গিয়েছে। অন্যদিকে তৃণমূল সেই কথা অস্বীকার করে পাল্টা দাবী জানায় এরকম কিছুই ঘটেনি। বস্তিত মালদা জেলা পরিষদের দখল নিয়ে দুই পক্ষের টানাপোড়েন চলতে থাকে। তবে ভোট মিটে গেছে এবং মালদায় তৃণমূলের ভালো ফলের কারণে অনেকেই আবার ফিরে আসতে শুরু করেছেন তৃণমূলে গেরুয়া শিবির থেকে।

যার ফলে তৃণমূলের জোর বেড়ে গিয়েছে। আর এবার তারই ভিত্তিতে মালদা জেলা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে এই নিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলসহ 18 জন সদস্য বিজেপিতে যোগ দিয়েছিলেন। গেরুয়া শিবিরের দাবি ছিল, মালদা জেলা পরিষদ তাঁদের দখলে চলে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু ভোট চলাকালীন সেই কর্মীরা বেশিরভাগ তৃণমূলে চলে এসেছেন, এমনকি বেশ কয়েকজনও সক্রিয় বিজেপি কর্মীও তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে মালদায় বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আটটি আসনে জয় পেয়েছে তৃণমূল। তাই আর কালবিলম্ব না করে মালদা জেলা পরিষদের সভাধিপতিকে সরিয়ে দেবার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, দলের পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব আনা হতে চলেছে জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডলের বিরুদ্ধে।

একইসাথে যারা বিজেপিতে চলে গিয়েছেন তাঁদের জেলা পরিষদের সদস্যপদ খারিজ করার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন মালদা জেলার তৃণমূলের কোঅর্ডিনেটর হেমন্ত শর্মা। অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল অনাস্থা প্রস্তাব ডাকলেই প্রমাণ হয়ে যাবে মালদা জেলা পরিষদে কাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কার্যত মনে করা হচ্ছে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে পাল্টা তৃণমূলকে অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হল। তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করে তৃণমূল তাঁদের ক্ষমতা দেখাতে পারে কিনা, সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!