এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার মুখ্যমন্ত্রীকে ‘হিন্দুধর্ম ছাড়ার’ পরামর্শ দিলেন হেভিওয়েট বিজেপি মন্ত্রী

এবার মুখ্যমন্ত্রীকে ‘হিন্দুধর্ম ছাড়ার’ পরামর্শ দিলেন হেভিওয়েট বিজেপি মন্ত্রী


শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে প্রকাশ্যে আক্রমন করলেন গেরুয়া শিবিরের এক মন্ত্রী। রাজস্থানের শ্রমমন্ত্রী যশবন্ত সিং যাদব এদিন গত ২১ শে জুলাইয়ে শহীদ দিবসের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সারা দেশের বিজেপি দলের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।

তিনি বলেছিলেন  গোটা দেশে ‘তালিবানি শাসনে’র পরিবেশ তৈরী করতে চাইছে বিজেপি। সেদিনের কথার জের টেনে এদিন যশবন্ত সিং যাদব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তোপ দেগে বললেন, ”হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া উচিত মমতার”। শুধু তাই নয় গেরুয়া শিবিরের এই মন্ত্রীর নিজের মত প্রকাশ করে বললেন, ”ওনার কোনও জ্ঞান নেই। দেশকে উনি ভালবাসেন না।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী হিন্দু সংগঠনগুলিকে  চরম পন্থী অ্যাখ্যা দিয়ে মানহানিকর কাজ করেছেন বলেও দাবি করলেন রাজস্থানের শ্রমমন্ত্রী। এরপরেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত পরামর্শের সুরেই তিনি বললেন, ”আপনার মানসিক অবস্থা ভাল নেই। হিন্দু ধর্ম ছেড়ে দেওয়া উচিত ওনার।”

শহীদ দিবসের মঞ্চ থেকে সাম্প্রতিক সময়ের একাধিক ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি দলের তীব্র সমালোচনা করেছিলেন। রাজস্থানের আলোয়ারে গরু পাচারকারী সন্দেহে এক যুবককে হত্যার ঘটনায় কড়া ভাষায় নিন্দা করেছিলেন তিনি   জানিয়েছিলেন ,  বিজেপি হিন্দু ধর্মের কিছুই বোঝে না। ওরা শুধু বিভেদ ছড়িয়ে অশান্তি ছড়াতে জানে।

নেত্রী বলেছিলেন সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল তিনি। কিন্তু বিজেপি নেতা যশবন্ত সিং যাদব, রাজস্থানের আলোয়ারে গরু পাচারকারী সন্দেহে যুবককে গণ প্রহারকারী স্থানীয় অধিবাসীদের হিংসাত্মক কাজে সরাসরি না হলেও পরোক্ষে সমর্থন করে বললেন, ”আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও হাতে নেই। কাউকে হত্যা করা অত্যন্ত নিন্দাজনক। কিন্তু একইসঙ্গে আমি বলব, গরুর সঙ্গে জড়িয়ে হিন্দুদের ভাবাবেগ। দেশের সম্প্রীতি ও একতার স্বার্থে গো-পাচার ও হত্যা বন্ধ করুক সংখ্যালঘু ভাইয়েরা।” ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!