মুখ্যমন্ত্রীর নির্দেশে কুখ্যাত জমি মাফিয়াকে গ্রেপ্তার করতেই থানায় ঢুকে তান্ডব অনুগামীদের উত্তরবঙ্গ রাজ্য August 5, 2018 শিলিগুড়িতে বেআইনিভাবে জমির দখল বা বিক্রির ঘটনায় রাশ টানতে অবিলম্বে দোষী ব্যাক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী শিলিগুড়ির পুলিশ কমিশনার ভরতলাল মিনার তত্ত্বাবধানে শুরু হয় জমি মাফিয়া অভিযান। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে গত ১৫ দিনে প্রায় ৪০ জন অভিযুক্ত জমি মাফিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেই শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয় কুখ্যাত জমি মাফিয়া হিম্মত চৌহান। তৃণমূলের দলীয় নেতা বলে পরিচিত হিম্মতের গ্রেপ্তারিতে অনুগামীরা ক্ষুব্ধ হয়ে উঠে থানা ঘেরাও করে। সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া সহ ছবি তুলতে বাধা দেওয়ার মত ঘটনাও ঘটে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। প্রসঙ্গত শিলিগুড়ি পুরনিগমের গত নির্বাচনে তৃণমূলের তরফে নির্ধারিত প্রার্থীকে আচমকাই সরিয়ে হিম্মতকে ৪৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে দাঁড় করায় তৃণমূল। সে হেরে গেলেও এলাকায় একই জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করা, তোলা আদায়, খুন খারাপি সহ একাধিক ইস্যুতে সে এলাকার ত্রাস হয়ে উঠেছিল। ধৃত জমি মাফিয়াকে এদিনই আদালতে তোলা হবে বলে খবর। আপনার মতামত জানান -