এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তেলেনিপাড়া নিয়ে কঠোর অবস্থান মমতা সরকারের! অশান্তি থামাতে গ্রেপ্তার ১২৯!

তেলেনিপাড়া নিয়ে কঠোর অবস্থান মমতা সরকারের! অশান্তি থামাতে গ্রেপ্তার ১২৯!


হুগলি ভদ্রেশ্বরের তেলেনিপাড়া এলাকায় ভুয়ো খবর ছড়িয়ে পড়ার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষ পরে ছড়িয়ে পরে আশেপাশের এলাকাতেও। যত সময় যায় ঘরবাড়ি ভাঙচুর সহ বোমা ফাটানো পরিস্থিতি হাতের বাইরে যেতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসনের সহায়তায় তা আয়ত্তে আসে। যার জন্য গত দুদিন ধরে প্রশাসন চন্দননগর ও শ্রীরামপুরের কিছু অঞ্চলের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই নিয়ে বিরোধীরাও প্রতিবাদে মুখের হয় দাবি ওঠে দোষীদের শাস্তি দেওয়ার। আজ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ওই গোষ্ঠী সংঘর্ষের জন্য এখনও পর্যন্ত ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকেও দুটি টুইট করে জানানো হয়েছে যে, কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক অভিসন্ধি পূরণের জন্য মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। আর এই ঘটনায় দোষীদের গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্য এবং কলকাতা পুলিশ বারং বার যাতে মানুষজন গুজব না ছড়ায় তার জন্যসাবধান করেছেন, প্রচার চালিয়েছেন। কিন্তু কোথায় কি ? তবে এবার গুজব ছড়ালে হতে পারে কঠিন শাস্তি এমনটাই জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!