এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীব কুমার থেকে আমপান দুর্নীতি! একগুচ্ছ কঠিন বাণে মমতার অস্বস্তি বাড়ালেন প্রাক্তন ‘সৈনিক’

রাজীব কুমার থেকে আমপান দুর্নীতি! একগুচ্ছ কঠিন বাণে মমতার অস্বস্তি বাড়ালেন প্রাক্তন ‘সৈনিক’


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে “মা” বলে অভিহিত করেছিলেন তিনি। তবে প্রাক্তন পুলিশ সুপার সেই ভারতী ঘোষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শিবির ভারতীয় জনতা পার্টির নেত্রী। যেদিন থেকে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, প্রায় সেদিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস দলের নানা বিষয় তুলে ধরে ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন।

আর এবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এদিন প্রায় নানা বিষয় তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দেন তিনি। ভারতিদেবীর কথায় উঠে আসে তৃণমূলের নানা দুর্নীতির কথাও। প্রাক্তন এই পুলিশ সুপার বলেন, “সরকার চালাতে গেলে দক্ষতার প্রয়োজন হয়। এতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর করোনা, আমপানেও দেখা যায়নি। ফলে তৃণমূলের নেতারা নিজেদের গোডাউনে ত্রাণ ঢুকিয়ে দিতে পেরেছিলেন‌। 2016 ভোটের আগে নারদা কেলেঙ্কারি প্রকাশিত হয়। মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন, তিনি আগে জানলে এদের টিকিট দিতেন না। কিন্তু পরবর্তী সময় তিনি কি করলেন!”

এদিকে বেশ কিছুদিন আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতী ঘোষ।তিনি বলেন, “মুখ্যমন্ত্রী সোজা গিয়ে রাজীব কুমারের জন্য রাস্তায় বসে ছিলেন।” আর এরপরই সম্প্রতি কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে বিষয় নিয়ে সবথেকে বেশি বিরোধ রয়েছে, সেই পরিযায়ী শ্রমিকদের প্রকল্প সম্পর্কেও নিজের বক্তব্য পেশ করেন ভারতী ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য ছটি রাজ্যের ক্ষেত্রে বিশেষ প্রকল্পের সূচনা করা হয়। কিন্তু তার মধ্যে বাংলার নাম না থাকায় রাজ্যের শাসকদলের পক্ষ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে সরব হতে দেখা যায়। তবে কেন্দ্রের পক্ষ থেকে অবশ্য জানানো হয়, রাজ্য কোনো তথ্য দেয়নি।

আর এর পরেই এই ব্যাপারে কেন্দ্রের বিরোধিতা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মিথ্যে কথা বলছেন বলে দাবি করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা ঘটনায় রাজ্যই যে দায়ী, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন ভারতী ঘোষ।তিনি বলেন, “রাজ্যের থেকে তথ্যভিত্তিক ডেটা পাওয়া যায়নি। এই সরকার চিৎকার করতে পারে, অভিযোগ করতে পারে, গন্ডগোল করতে পারে। রাজ্য সরকার সময় মত তথ্য পাঠায়নি বলেই রাজ্যের নাম কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা যায়নি।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে। তাই এই পরিস্থিতিতে প্রাক্তন পুলিশ সুপার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের অত্যন্ত ঘনিষ্ঠ ভারতী ঘোষ যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন, তাতে তৃণমূল কংগ্রেস অনেকটাই চাপে পড়ল। এখন ভারতীদেবীর এই মন্তব্য খন্ডন করতে তৃনমূলের পক্ষ থেকে পাল্টা কোনো মন্তব্য করা হয় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!