এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারি টাকা পেতে হাজার হাজার ভুয়ো আবেদন! মমতার স্বপ্নের প্রকল্পে বাতিল অর্ধেক আবেদনপত্র

সরকারি টাকা পেতে হাজার হাজার ভুয়ো আবেদন! মমতার স্বপ্নের প্রকল্পে বাতিল অর্ধেক আবেদনপত্র


লকডাউনের ফলে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা আটকে পড়েছিলেন। বর্তমানে সেই সমস্ত শ্রমিকরা রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন। কিন্তু অন্য রাজ্যে কাজের জন্য যাওয়া শ্রমিকরা এবার নিজের রাজ্যে ফিরে আসায় তাদের রুজিরুটি চলে যাওয়ায় তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে “স্নেহের পরশ” নামে একটি প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত শ্রমিকদের আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে।

কিন্তু সেই প্রকল্পেও আবেদনপত্র জমা পড়েছে বলে অভিযোগ উঠতে শুরু করল। জানা গেছে, জেলাতে থাকা সত্ত্বেও এই প্রকল্পের আবেদন করেছিলেন দক্ষিণ দিনাজপুরের বহু বাসিন্দা। আর সেই মিথ্যা আবেদনপত্র জেলা প্রশাসনের পক্ষ থেকে ধরে ফেলায় প্রায় 50 শতাংশ ভুয়ো আবেদন বাতিল করা হল বলে খবর।

কিন্তু কিভাবে এই ভুয়ো আবেদনপত্র ধরল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন? জানা গেছে, প্রকল্পের সুবিধা পাওয়া আবেদনের জন্য তৈরি হওয়া অ্যাপসের লোকেশন দিতে গিয়ে অনেকেই ধরা পড়ে গিয়েছেন। যেখানে দেখা গিয়েছে যে, অনেক আবেদনকারী ভিন রাজ্যে আটকে না থাকা সত্বেও, তারা প্রকল্পের সুযোগ নিতে চাইছে না। আর তার পরেই সেই সমস্ত আবেদনকারীদের আবেদন বাতিল করে দিয়েছে জেলা প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলায় স্নেহের পরশ প্রকল্পে মোট আবেদন জমা পড়েছিল প্রায় 42 হাজার 151 টি। যার মধ্যে প্রায় 17 হাজার 205 টি আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে বলে খবর। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পেও এভাবে ভুয়ো আবেদনপত্র পড়ায় এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। এভাবে যদি চলতে থাকে, তাহলে সরকারের মূল উদ্দেশ্য অনেকটাই ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন একাংশ।

তবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখেছে। আর তার কারণেই ভুয়ো আবেদনপত্রগুলো বাতিল করা সম্ভব হয়েছে বলে দাবি করা হচ্ছে প্রশাসনের তরফে। এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার স্নেহের পরশ প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক শমীক মালাই বলেন, “এই প্রকল্পে প্রথমে জেলায় ব্যাপক সাড়া পড়েছিল। বহু লোক আবেদন করেন। আমাদের দপ্তরের তথ্য যাচাই করা হয়েছে। যেগুলো আবেদন করা হয়েছে, সেগুলো বাতিল হয়েছে। নানা কারণে আবেদন বাতিল করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ভিন রাজ্যে আটকে না থাকলেও, প্রকল্পের সুযোগ নিতে জেলা থেকে আবেদন করেছেন অনেক ব্যক্তি। যে কারণে সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। অনেকেই এখন ভিন রাজ্য থেকে ফিরতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের পুরোটাই অ্যাপসের মাধ্যমে হচ্ছে। প্রকল্পের সুযোগ শুধুমাত্র ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকরাই পাবেন।” সব মিলিয়ে এখন সরকারি টাকা পেতে হাজার হাজার ভুয়ো আবেদন জমা পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!