এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বিদেশযাত্রার আগেই বড় ধাক্কা, রাজ্যপালের পদক্ষেপে টেনশনে রাজ্য!

মমতার বিদেশযাত্রার আগেই বড় ধাক্কা, রাজ্যপালের পদক্ষেপে টেনশনে রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের পরেই সম্প্রতি অ্যাকশন নেওয়ার কথা শোনা যায় রাজ্যপালের গলায়। দুদিন আগে মধ্যরাতে একটি নবান্ন এবং একটি দিল্লিতে নিজের সই করা চিঠি পাঠান রাজ্যপাল। তবে সেই চিঠিতে কি রয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। অবশেষে সেই ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাজ্যপাল বুঝিয়ে দিলেন যে, চিঠিতে এমন কিছু রয়েছে যাতে টেনশনে পড়বে রাজ্য সরকার, তাই এখন তিনি এই সমস্ত বিষয়ে কিছুই বলতে চান না। মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই তিনি এই বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন সি ভি আনন্দ বোস।

প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর একের পর এক মন্তব্য নিয়ে সম্প্রতি রাজ্যপালকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যপাল বুঝিয়ে দেন যে, মধ্যরাতে তিনি অ্যাকশন নেবেন। আর মধ্যরাতে অ্যাকশনের নমুনা হিসেবে নবান্ন এবং দিল্লীকে নিজের সই করা দুটি চিঠিও পাঠিয়ে দেন রাজ্যপাল। অনেকে বলেন, সেই চিঠিতে আইন শৃঙ্খলা জনিত সমস্যার কথা উল্লেখ রয়েছে। আবার অনেকে বলেন, শিক্ষা সংক্রান্ত কোনো বিষয় রয়েছে সেই চিঠিতে। কিন্তু কি রয়েছে, তা এখনও পর্যন্ত না জানা যায়নি।

তবে রাজ্যপালের মন্তব্যে অবশেষে একটা জিনিস স্পষ্ট হলো যে, চিঠিতে এমন কিছু রয়েছে, যেটা রাজ্যের কাছে অত্যন্ত চাপ এবং চিন্তার বিষয়। সাংবিধানিক প্রধান জানিয়ে দিয়েছেন যে, তিনি এখন মুখ্যমন্ত্রীকে এই নিয়ে কোনো টেনশন দিতে চান না। মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন, তাই তিনি বিদেশ থেকে ফিরে আসুন। তারপর তার সঙ্গে আলোচনা করবেন। অর্থাৎ শিক্ষা নিয়ে যে সংঘাত রাজ্য বনাম রাজভবনের মধ্যে চলছে, তার দাড়ি টেনে এবার রাজ্যকে চরম শিক্ষা দিতে চান রাজ্যপাল। তার বক্তব্যের মধ্যে দিয়ে তেমনই ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, নবান্নকে রাজ্যপাল চিঠি পাঠালেও, এখনও পর্যন্ত নবান্ন তা প্রকাশ্যে আনেনি। যা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও প্রশ্ন করা হয়েছিল। তিনিও বুঝিয়ে দিয়েছেন যে, এমন কিছু অস্বস্তিকর কথা রাজ্যপাল সেই চিঠিতে লিখেছেন, যা প্রকাশ করা সম্ভব হচ্ছে না রাজ্য সরকারের। অবশেষে রাজ্যপালও বুঝিয়ে দিলেন যে, হ্যা, সেই চিঠিতে এমন কিছু রয়েছে, যা রাজ্যের কাছে চরম বিড়ম্বনার কারণ। তাহলে কি এবার বিদেশ যাত্রা থেকে ফিরে এই বিষয়ে বড়সড় বিপদে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশ যাত্রা থেকে ফিরে তিনি কি টেনশনে পড়বেন, তা তখন বোঝা যাবে। কিন্তু রাজ্যপালের চিঠি পাওয়ার পর থেকেই যে নবান্ন চরম টেনশনে রয়েছে, তা সাংবিধানিক প্রধানের এই মন্তব্যের মধ্যে দিয়ে আরও একবার স্পষ্ট হয়ে গেল। শিক্ষা নিয়ে যে দড়ি টানাটানি শুরু হয়েছিল, তা নিয়ে যা বলার তা জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা চান। ফলে ভালোমত বিদেশ থেকে ঘুরে আসুন মুখ্যমন্ত্রী। তারপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচন হবে রাজ্যপালের। ফলে চিঠি অ্যাকশন নিয়ে বিদেশ যাত্রার আগেই রাজ্যপালের মন্তব্যে বড়সড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তেমনটাই দাবি সমালোচক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!