এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার জন্য কাশীবাসের ব্যবস্থা বিজেপির? জিরো ব্যালান্সের নেতাকে হিরো বানিয়ে ডুবছে তৃণমূল?

মমতার জন্য কাশীবাসের ব্যবস্থা বিজেপির? জিরো ব্যালান্সের নেতাকে হিরো বানিয়ে ডুবছে তৃণমূল?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপির লড়াই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নিজেদের মনোনীত করেছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূলে এই মুহূর্তে চলছে শুভেন্দু অধিকারীকে নিয়ে তীব্র টানাপোড়েন। সেই আলোচনার আঁচ লেগেছে রাজ্যের বিরোধী শিবিরেও। শুভেন্দু অধিকারীকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক হিসাব কষা শুরু করে দিয়েছে বিজেপি। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড়া সুরে আক্রমণ করল বলে মনে করা হচ্ছে।

এদিন দুর্গাপুরের রাতুয়াড়িতে চায়ে পে চর্চায় যোগ দেন রাজ্য বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজু বন্দ্যোপাধ্যায় কাশীবাসী হওয়ার আবেদন করেন এদিন। পাশাপাশি জিরো ব্যালেন্স এর নেতাকে তুলে ধরায় ডুবছে তৃণমূল বলে দাবি করেন তিনি। বলা যেতে পারে এদিন শুভেন্দু অধিকারীর হয়েই গলা ফাটালেন রাজু। অন্যদিকে তৃণমূল সুপ্রীমো সম্প্রতি বাঁকুড়ার সভা থেকে বার্তা দেন তিনিই দলের একমাত্র অবজার্ভার। প্রতিটি ব্লকের সমস্ত নেতার সম্পর্কে খোঁজ-খবর রাখেন তিনি। আর এবার প্রতিটি বুথের পর্যবেক্ষক হয়ে তিনি জেলায় জেলায় যাবেন।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল নেতৃত্বের কাছে আবেদন করেন, জেলা সফরে না আসার। পাল্টা কটাক্ষ করে বলেন, বয়স হয়েছে তাই করোনা সংক্রমণের আবহে এই মুহূর্তে তৃণমূল নেত্রীর বাইরে না বেরোনোই ভালো। প্রয়োজনে তাঁকে কাশীতে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া হবে বলে কটাক্ষ করেন রাজু। পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও সুর চড়ান এদিন রাজু বন্দ্যোপাধ্যায়। গতকালই সাতগাছিয়ার আরেকটি সভা থেকে শুভেন্দুকে নাম না করেই আক্রমণ চালিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এখনো পর্যন্ত এ ব্যাপারে শুভেন্দু অধিকারী কোন রকম প্রতিক্রিয়া জানাননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কিছুটা শুভেন্দু অধিকারীর হয়ে গলা ফাটান এদিন রাজু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তীব্র কটাক্ষ করে রাজু বলেন, ‘আমরা ভয় পাচ্ছি না। বেড়াল তো গর্তে ছিল। এখন আবার যেভাবে ইডি-সিবিআই, ইনকাম ট্যাক্স ঘুরছে আবার না অন্য গর্তে ঢুকে যায়। যার দুধের দাঁতই ভাঙেনি তাকে আর কি বলব।’ পাশাপাশি এদিন রাজু বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানান, জিরো ব্যালান্সের নেতাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিরো বানাচ্ছেন। এক্ষেত্রে জিরো ব্যালেন্সের নেতা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই যে ইঙ্গিত করা হচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। অন্যদিকে রাজু বন্দ্যোপাধ্যায় এদিন পিসি ভাইপো বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিহিত করেন।

অন্যদিকে শুভেন্দু অধিকারীকে বিজেপিতে আমন্ত্রণ জানিয়ে এদিন রাজু জানান, বিজেপিতে শুভেন্দু অধিকারী এলে অবশ্যই বিজেপি লাভবান হবে। কারণ শুভেন্দু অধিকারীর হাত ধরে আরও বেশি মানুষ বিজেপির শরিক হবেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে আসবেন কিনা, সে সিদ্ধান্ত পুরোপুরি শুভেন্দুই নেবেন বলে জানান রাজু। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে একুশের বিধানসভা নির্বাচন আসার সাথে সাথেই জমে উঠেছে তৃণমূল ও বিজেপির লড়াই।

আর সেক্ষেত্রে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব গেরুয়া শিবিরের যে কিছুটা সুবিধা করে দিচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, শুভেন্দুকে দলে পেতে বা বলা ভালো কাছে পেতে বিজেপির তরফ থেকে কিন্তু একটু একটু করে শুভেন্দুর সুরে সুর মেলানো চলছে। আর সে কথা পরিষ্কার হয়ে গেছে রাজু বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিরো ব্যালান্সের নেতা বলে অভিহিত করলেন এবং তৃণমূলের ডোবার পেছনে তাঁকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করলেন। সব মিলিয়ে বাংলার রাজনীতি এই মুহূর্তে জমজমাট।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!