শুভেন্দুকে নিয়ে এখনো আশাবাদী তৃণমূল? কোন নতুন তথ্য ফাঁস করলেন ‘দায়িত্বপ্রাপ্ত’ সৌগত রায়? কলকাতা তৃণমূল রাজনীতি রাজ্য December 1, 2020 আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে। আপনার মতামত জানান - প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের বেড়ে চলা দূরত্ব নিয়ে ইতিমধ্যেই জোরদার আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছেন। আর এবার অনেকেই শুভেন্দু অধিকারীর দলবদলের প্রসঙ্গটিকে গুরুত্ব দিতে শুরু করেছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ার সাথে সাথে রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপি তাঁদের হিসাব নিকাশ করতে শুরু করে দিয়েছে। তবে তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব মেটানোর জন্য ইতিমধ্যেই আসরে নেমেছেন রাজ্যের অন্যতম তৃণমূল নেতা সৌগত রায়। আর তাই শুভেন্দু অধিকারীকে নিয়ে এখনো পর্যন্ত আশা ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছেড়ে দিলেও এখনো পর্যন্ত তিনি দলের অন্যতম শীর্ষ নেতা, আর তাই শুভেন্দু অধিকারীকে তৃণমূলের মূলস্রোতে ফেরানোর আশা ছাড়ছে না কেউ। সৌগত রায়ের সঙ্গে শনিবার শুভেন্দু অধিকারীর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সৌগত রায় জানান, শুভেন্দু অধিকারীর মা এই মুহূর্তে গুরুতর অসুস্থ। আর তাই শুভেন্দু অধিকারী মেদিনীপুর ছেড়ে কলকাতায় আসতে পারছেন না। ফলে আগামী দু-তিন দিন কোনরকম বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। সোমবার সৌগত রায় জানান, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের রাস্তা খোলা। কোন কিছুই এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি, তাই শুভেন্দুর সঙ্গে আলোচনা এখনো চলবে। এবং আকারে ইঙ্গিতে তৃণমূলও যে শুভেন্দু অধিকারীকে দলে টানতে প্রস্তুত, সেকথা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন সৌগত রায় জানান, রাজনীতিতে ধৈর্য এবং অধ্যাবসায় অত্যন্ত জরুরী- যেকোনো কিছুর জন্য ধৈর্য ধরতে হবে। শুভেন্দুর বিষয়তেও ধৈর্য যে অত্যাবশ্যকীয়, সে কথাও বলেন তিনি। শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলের প্রাথমিক সদস্য থাকবেন ততদিন তাঁকে দলের মূল স্রোতে ফেরানোর চেষ্টা চালানো হবে বলে জানান এদিন সৌগত রায়। তবে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকবেন বলে নিশ্চিত প্রাক্তন তৃণমূল সাংসদ সৌগত রায়। পাশাপাশি সৌগত রায় জানিয়েছেন, শুভেন্দু অধিকারী আর যাই হোক, কোন মতেই বিজেপিতে অন্তত যাবেন না। মন্ত্রীত্ব ছাড়লেও শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত বিধায়ক পদে এবং দলের প্রাথমিক সদস্য হিসাবে দলে রয়েছেন। তাই শুভেন্দু অধিকারীর সাথে আলোচনার পথ খোলা রয়েছে। যতক্ষণ শুভেন্দু তৃণমূলে রয়েছেন ততক্ষনই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল শিবিরের দূরত্ব মেটানোর চেষ্টা চালানো হবে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী তৃণমূল শিবিরের অন্যতম বলিষ্ঠ সেনা। একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সেনাকে যদি তৃণমূল হারায়, তাহলে আগামী দিনে চরম বিপর্যয়ের মুখোমুখি হতে পারে রাজ্যের শাসক দল। আর সে কথা বিলক্ষণ জানে রাজ্যের শাসক শিবির। মনে করা হচ্ছে, সে কারণেই তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য রাজ্যের অন্যতম প্রবীণ নেতা সৌগত রায়কে এগিয়ে দেওয়া হয়েছে। আপাতত শুভেন্দু অধিকারীকে নিয়ে এখনো পর্যন্ত আশার জাল বুনছেন তৃণমূলীরা। একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল – # মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – # মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – # মালদহ জেলার ওপিনিয়ন পোল – # দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল – # উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল – # জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল – # আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল – # কুচবিহার জেলার ওপিনিয়ন পোল – আপনার মতামত জানান - আপনার মতামত জানান -