এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার কাছে ক্ষমা চাইলেন হেভিওয়েট বিধায়ক, তৃণমূলেই থাকার আবেদন!

মমতার কাছে ক্ষমা চাইলেন হেভিওয়েট বিধায়ক, তৃণমূলেই থাকার আবেদন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শুভেন্দু অধিকারীর পথে পা বাড়িয়ে যখন জিতেন্দ্র তিওয়ারি থেকে শুরু করে বিভিন্ন জেলায় একাধিক তৃণমূল নেতা দল ছাড়তে শুরু করেছিলেন, তখন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এরা সকলেই আবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। কিন্তু বুধবার শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার তার দলত্যাগের পরই আসানসোলের মেয়র তথা জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি সমস্ত পদ থেকে ইস্তফা দেন এমনকি দলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে দেন।

তারপরে জল্পনা তৈরি হয়েছিল এই জিতেন্দ্র তিওয়ারি এবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন কিন্তু বিজেপির পক্ষ থেকে বাবুল সুপ্রিয় সেই জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আপত্তি তুলতে শুরু করেন। আর তারপর এবার দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে তিনি দলেই সক্রিয় হবেন বলে জানিয়ে দিলেন সেই জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু এত তাড়াতাড়ি তার এই ভোলবদল কেন? তাহলে কি বিজেপিতে তিনি ঠিকমত গুরুত্ব পাবেন না বুঝেই আবার নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে সক্রিয় হওয়ার কথা জানিয়ে দিলেন!

এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশাসক পদ থেকে শুরু করে জেলা সভাপতি পদে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন এই জিতেন্দ্র তিওয়ারি। আর তার মাঝেই শুক্রবার রাতে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করতে দেখা যায় তাকে। আর বৈঠকের পরেই বাইরে বেরিয়ে এসে তিনি ভুল করেছিলেন। দিদি দুঃখ পেয়েছেন। তিনি দিদির কাছে ক্ষমা চেয়ে নেবেন বলে জানিয়ে দিয়েছেন জিতেন্দ্রবাবু।

প্রসঙ্গত উল্লেখ্য, তিনি যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, তখন সকলে নিশ্চিত ছিল যে, জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করতে চলেছেন। এমনকি অমিত শাহের সভা থেকে তিনি গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে দাবি করেছিলেন একাংশ। কিন্তু বিজেপির পক্ষ থেকে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে অগ্নিমিত্রা পালের মত নেতা নেত্রীরা তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে আপত্তি পোষণ করতে শুরু করেন। আর তারপরই কিছুটা চাপে পড়ে সদ্য তৃণমূলত্যাগী এই নেতা। আর এবার অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করে নিজের সমস্ত ভুল স্বীকার করে নিলেন জিতেন্দ্র তিওয়ারি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে দলে আবার সক্রিয় হওয়ার কথা জানিয়ে দিলেন তিনি। অনেকে বলছেন, এর ফলে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও উজ্জীবিত হল। কেননা দলত্যাগ করার পরেও যেভাবে জিতেন্দ্র তিওয়ারি নিজের ভুল স্বীকার করে নিয়ে আবার দলে সক্রিয় হওয়ার কথা জানিয়ে দিলেন, তাতে বিজেপিতে যাওয়া নেতাদের উদ্দেশ্যে কিছুটা বার্তা দিতে সক্ষম হল শাসক দল বলে মনে করছেন একাংশ।

এদিন এই প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল। এখন সব ঠিক হয়ে গেছে। অরূপদার সঙ্গে কথা বললাম। অরূপদা বললেন, দিদি দুঃখ পেয়েছে। আমি দিদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। আমি তৃণমূলেই থাকছি।” বস্তুত শুভেন্দু অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে একটি বৈঠক করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন এই জিতেন্দ্র তিওয়ারি।

আর তার পরদিনই শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ার পর তাকেও তার পদ থেকে ইস্তফা দিতে দেখা যায়। যার পর জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। কিন্তু সেই জল্পনার মাঝেই হঠাৎ করে নিজের ভোলবদল করে নেত্রীর প্রতি আনুগত্য প্রশ্ন করে তৃণমূল কংগ্রেসেই থাকার কথা জানিয়ে দিলেন আসানসোলের এই তৃণমূল নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!