এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নুসরতের দুর্নীতি প্রমানিত, ইডি জেরার মাঝেই ভয়ঙ্কর তথ্য ফাঁস! ব্যাপক চাপে তৃণমূল!

নুসরতের দুর্নীতি প্রমানিত, ইডি জেরার মাঝেই ভয়ঙ্কর তথ্য ফাঁস! ব্যাপক চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে ফ্ল্যাট দুর্নীতির ঘটনায় জেরার মুখোমুখি হয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। জেরা করে তাকে ছেড়ে দেবে কেন্দ্রীয় সংস্থা, নাকি বড় কোনো পদক্ষেপ নেবে! তা কেউ জানে না। তবে যে যাই বলুন না কেন, নুসরাত জাহান যে গোটা ঘটনায় ভালোভাবেই জড়িত, তার তথ্য ধীরে ধীরে ফাঁস হতে শুরু করেছে। যখন ইডির পক্ষ থেকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে এই তৃণমূল সাংসদকে, ঠিক তখনই সামনে এলো বড়সড় তথ্য। রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দাবি করলেন, নুসরাত জাহান গোটা ঘটনায় জড়িত। তাই আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা উচিত।

 

প্রসঙ্গত, এদিন ইডি দপ্তরে নুসরাত জাহান যেতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। তিনি তো এলেন, কিন্তু শেষ পর্যন্ত কি নিজেকে নির্দোষ প্রমাণ করে বাইরে বেরিয়ে আসতে পারবেন এই তৃণমূল সাংসদ! তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। ইতিমধ্যেই সেই ব্যাপারে বিস্ফোরক তথ্য ফাঁস করে চমকে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দাবি, নুসরত জাহান নিজেই স্বীকার করেছেন যে, তিনি কোম্পানি থেকে টাকা নিয়েছেন এবং সেই টাকা শোধ করে দিয়েছেন। তবে ডিরেক্টর হিসেবে তিনি কখনও সাধারণ মানুষের টাকা নিতে পারেন না। তাই আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করবে, তা নিয়ে অবশ্য হতাশ এবং কিছুটা বিরক্তির সুরই শোনা গিয়েছে বিরোধী দলনেতার গলায়।

একাংশের দাবি, শুভেন্দু অধিকারী একেবারে সঠিক যুক্তি দিয়েছেন। নুসরাত জাহান নিজেই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, তিনি টাকা নিলেও সেই টাকা শোধ করে দিয়েছেন। ফলে সাধারণ মানুষের টাকা তিনি একজন ডিরেক্টর হিসেবে কিভাবে নিতে পারেন, এটা সত্যিই একটা বড় প্রশ্ন। ফলে তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঠিকমতো জেরা না করেই যদি ছেড়ে দেয়, তাহলে তাদের ভাবমূর্তি তো এমনিতেই প্রশ্নের মুখে। তবে আরও সেই প্রশ্ন দীর্ঘায়িত হবে। যে সমস্ত মানুষ প্রতারিত হয়েছেন, তারা ভরসা হারাতে শুরু করবেন। বিরোধীদের দাবি, নাটক না করে যদি কিছু অভিযোগ থাকে, তাহলে নিজেদের হেফাজতে নিয়ে সেই প্রক্রিয়া সম্পন্ন করুক ইডি।

পর্যবেক্ষকদের মতে, নুসরাত জাহানের ভবিষ্যৎ কি, তা তো সময় বলবে। তবে জেরা পর্বের মাঝে তৃণমূল সাংসদকে নিয়ে রীতিমতো বোমা ফাটালেন বিরোধী দলনেতা। স্পষ্ট করে দিলেন, ফ্ল্যাট দুর্নীতিতে খুব ভালোভাবেই জড়িয়ে পড়েছেন এই তৃণমূল সাংসদ। স্বাভাবিক ভাবেই যদি এবার সেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাহলে ব্যাপক চাপে পড়বে রাজ্যের শাসক দল। নুসরাত জাহানের পাশাপাশি আরও অনেক একাধিক নাম সামনে চলে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে গোটা গতি প্রকৃতি কোন দিকে এগোচ্ছে, তা আজকের জেরা পর্বের পর আরও বেশি স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!