এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা কি নিজের সাংবিধানিক দায়িত্বই ভুলে গেছেন? রাজ্যপালের মন্তব্যের পরে তীব্র জল্পনা শুরু!

মমতা কি নিজের সাংবিধানিক দায়িত্বই ভুলে গেছেন? রাজ্যপালের মন্তব্যের পরে তীব্র জল্পনা শুরু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের অম্লমধুর সম্পর্ক রয়েছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে সরব হয়েছেন। রাজ্যপালের বিভিন্ন কড়া মন্তব্যের বিরুদ্ধে পাল্টা মন্তব্যও করতে দেখা গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আজ সরাসরি মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় সমালোচনা করলেন রাজ্যপাল।

কিছুদিন আগেই রাজ্যপাল সোশ্যাল মিডিয়া টুইটারে টুইট করে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের ডিজিকে নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করেছিলেন। যার জবাবে রাজ্যপালকে একটি চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেখানে রাজ্যপালকে সংবিধানের ধারা উল্লেখ করে দিয়ে, তাঁর ভূমিকার কথা স্মরণ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই চিঠির পাল্টা জবাবে আজ আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিশেষ বক্তব্য রাখলেন রাজ্যপাল।

আজ সোমবার মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বিরুদ্ধে কড়া ভাষায় সরব হতে দেখা গেল রাজ্যপালকে। তিনি রাজ্যের পুলিশ থেকে শুরু করে, বিশ্ববাণিজ্য সম্মেলন, রাজ্যের গণবণ্টন ব্যবস্থা এই সমস্ত কিছু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। এ প্রসঙ্গে রাজ্যপালকে বলতে শোনা গেলো, ” সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা। ক্ষমতার অলিন্দে বসে রয়েছে হার্মাদরা।” এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের বক্তব্য, “ ক্ষমতার অলিন্দে হার্মাদদের অনুপ্রবেশ বন্ধ করুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাজ্যপাল বললেন যে, মুখ্যমন্ত্রী নিজেই আইন ভাঙেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী কোন প্রশ্নেরই জবাব দেন না। বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে, রাজ্যের গণবন্টন ব্যবস্থা যে কোন বিষয় নিয়ে যদি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তবে মুখ্যমন্ত্রীর নিরুত্বর থাকেন। রাজ্যপালের অভিযোগ, রাজ্যের মানুষ সঠিক তথ্য জানুক এটা মুখ্যমন্ত্রী কিছুতেই চান না। তাই রাজ্যপালের প্রশ্ন, কোথায় চলেছে এই রাজ্য ও রাজ্যবাসী।

মুখ্যমন্ত্রীর প্রতি একাধিক বিষেদাগারের পর রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে রাজ্যপাল অভিযোগ জানালেন যে, রাজ্যের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। পুলিশের বিরুদ্ধে তাঁর অভিযোগ, পুলিশ সরকারের অনুগত হয়েই কাজ করছে। রাজ্য সরকারও পুলিশের উপর নির্ভরশীল সম্পূর্ণভাবে। আবার নিজের ভূমিকা পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পুলিশ। শুধু রাজনৈতিক প্রতিপক্ষদের উত্যক্ত করছে পুলিশ, চালাচ্ছে নজরদারি। এ প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য, ” বাংলায় যা চলছে তা নৈরাজ্য ছাড়া আর কী? গণতন্ত্র আর পুলিশরাজ একসঙ্গে চলতে পারে না। ”

রাজ্যের পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করার পর রাজ্য পুলিশের ডিজিকেও বিরূপ সমালোচনা করেন রাজ্যপাল। এ প্রসঙ্গে তাঁকে বলতে শোনা গেল, রাজ্যের ডিজি যে কিভাবে এতটা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিতে পারেন, এটা কিছুতেই তিনি বিশ্বাস করতে পারছেন না। এরপর পুনরায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা গেল, ” মুখ্যমন্ত্রীকে ওনার দায়িত্ব মনে করাতে চাই। রাজ্যপালের দায়িত্ব সংবিধানে স্পষ্টভাবে লেখা রয়েছে। আমি কারও রাবার স্ট্যাম্প নই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!