এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মাথায় অস্ত্রোপচার, কেমন আছেন মুকুল রায় ! জেনে নিন !

মাথায় অস্ত্রোপচার, কেমন আছেন মুকুল রায় ! জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত তিনি। কিন্তু হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটতে শুরু করে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন মুকুল রায়। তারপর দীর্ঘদিন বিভিন্ন রকম মন্তব্য নিয়ে চর্চা হয়েছে‌। কোনো সময় বিজেপি, আবার কোনো সময় তৃণমূল বলে গুঞ্জন বাড়িয়ে দিয়েছিলেন মুকুলবাবু। সোডিয়াম, পটাশিয়াম থেকে শুরু করে তার মস্তিষ্কের সমস্যা রয়েছে বলেও একাধিক মহল থেকে দাবি করা হয়েছিল। আর এবার মাথার অস্ত্রোপচার করা হলো মুকুল রায়ের। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে খবর।

সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে অস্ত্র প্রচার করা হয়েছে মুকুল রায়ের। জানা গিয়েছে, তার মাথায় ফ্লুইডের পরিমাণ বেশি হয়ে যাচ্ছিল। যার কারণে তার হাঁটা চলার সমস্যা তৈরি হয়েছিল। আর এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শে তার মাথার ভেতরে একটি পাইপ ঢুকানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়লে অনেকেরই এই ফ্লুইডের সমস্যা তৈরি হয়। তবে বর্তমান পরিস্থিতিতে অস্ত্রোপচারের পর স্থিতিশীল অবস্থায় রয়েছেন একদা বঙ্গ রাজনৈতিক চাণক্য মুকুল রায়। খুব দ্রুত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে খবর। তবে মুকুল রায়ের দ্রুত সুস্থতার প্রার্থনা করতে শুরু করেছেন তার অনুগামীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!