এখন পড়ছেন
হোম > জাতীয় > ভরদুপুরে সাইকেল চালিয়ে জ্বালানি-মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ মদন মিত্রের

ভরদুপুরে সাইকেল চালিয়ে জ্বালানি-মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ মদন মিত্রের


রাজ্যে একটানা কয়েকদিন যাবত পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতা সহ , দলের কর্মী ও সমর্থকেরা। শহর জুড়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল কর্মসূচীর ও আয়োজন করে শাসক দল। এই প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে অভিনব কায়েদায় একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।  এলাকায় বড়’দা নামেই অধিক পরিচিত অঞ্চলের প্রাক্তন বিধায়ক মদন মিত্রের নেতৃত্ব এই সাইকেল মিছিলে অংশ গ্রহণ করেছিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-অন্য কাউন্সিলররা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি এদিনের মিছিল থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিদ্রুপ করে তিনি বললেন, “গ্যাসের দাম প্রায় ১ হাজার টাকা হয়েছে। আর ইন্দোনেশিয়াতে মজা করছেন মোদী। শুনেছি উনি সেখানে ঘুড়ি ওড়াতে গিয়েছেন। ঘুড়ি ইন্দোনেশিয়া থেকেই কেটে যাবে। ওখান থেকেই কাটি পতঙ্গ।” একই সাথে এদিন উপনির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রের বিজেপি সরকারকে সমালোচনা করে তিনি বললেন,  ”আমরা আজ কেউ সাইকেল নিয়ে, কেউ রিক্সা নিয়ে, কেউ পায়ে হেঁটে কামারহাটির সাধারন মানুষকে নিয়ে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছি। কামারহাটি বিধানসভা এলাকায় মোদী সরকারের এই মূল্যবৃদ্ধি নীতির প্রতিবাদ মিছিল হচ্ছে। কখনও তেলের দাম ১ পয়সা কমেছে। কখনও ৭ পয়সা কমেছে। এমন ভাব যেন দয়া করছে। আমরা ভিক্ষা চাই না। মোদী সরকারের বিভিন্ন ভ্রান্ত নীতির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!