ফের নন্দীগ্রাম যাচ্ছেন মমতা! বাড়ছে জল্পনা! তৃণমূল মেদিনীপুর রাজনীতি রাজ্য January 22, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই যেন নন্দীগ্রাম পাখির চোখ হয়ে গিয়েছে তৃনমূল কংগ্রেসের। ইতিমধ্যেই সেই নন্দীগ্রামে গিয়ে আগামী বিধানসভায় তিনি এখানে প্রার্থী বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই নন্দীগ্রামে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হবে বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। স্বভাবতই এই ঘটনার পরবর্তী সময় কালে রীতিমত আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে এবার সেই নন্দীগ্রামে আবার যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের শুরুতেই নন্দীগ্রামে যেতে পারেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কিছুদিন আগে তিনি সভা করে ফিরে এলেও এবার দুইদিন নন্দীগ্রামে থাকার পরিকল্পনা রয়েছে তার। একাংশ বলছেন, এবারে নন্দীগ্রামের লড়াই তৃনমূল থেকে বিজেপি, দুইপক্ষের কাছেই কার্যত প্রেস্টিজ ফাইট। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে লড়াই করার কথা বলে শুভেন্দু অধিকারীকে জব্দ করার চেষ্টা করেছেন। যার ফলস্বরুপ সেই নন্দীগ্রামে আবার যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মত বিশেষজ্ঞদের। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জের পর আরও তৎপর হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। যেভাবে নন্দীগ্রামে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুবাবু, তাতে এমনিতেই শোরগোল পড়ে গিয়েছে। আর তার মাঝেই ফেব্রুয়ারি মাসে সেই নন্দীগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করে আগামী নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করতে চাইছেন বলেই দাবি বিশেষজ্ঞদের। অনেকে বলছেন, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ভোটের সময় শুধু নন্দীগ্রামে সময় দেওয়া তার পক্ষে সম্ভবপর নয়। যার কারনে এখন থেকেই সেখানে পড়ে থেকে তৃনমূল তথা নিজের জমি শক্ত করে নিতে চাইছেন তৃনমূল নেত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৎপরতা যে নিজের প্রেস্টিজ ধরে রাখতে এবং সদ্য দলত্যগী শুভেন্দু অধিকারীকে জবাব দিতে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -