এখন পড়ছেন
হোম > রাজ্য > একদিনে ভোট কত ভালো ৩৪ বছর ধরে সিপিএম দেখিয়েছে, বিস্ফোরক দাবি মদন মিত্রের

একদিনে ভোট কত ভালো ৩৪ বছর ধরে সিপিএম দেখিয়েছে, বিস্ফোরক দাবি মদন মিত্রের

মাঝের কিছুদিন প্রকাশ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মুখে তাঁর নাম শোনা যায়নি। তিনি ও সংবাদমাধ্যমের কাছে দল বা দলীয় নেতাদের সমালোচনা করে কোনো প্রতিক্রিয়াই দেয়নি। এই ঘটনা স্পষ্ট ভাবেই রাজ্যের সাধারণ মানুষ তথা রাজনৈতিক মহলের কাছে দুপক্ষের মন কষাকষির ইঙ্গিত করছিলো। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতিতে দল এবং দলের গুরুত্বপূর্ণ সদস্যের সম্পর্কের চাপানউতোর কিছুটা হলেও কমলো বলে মনে করা হচ্ছে। নির্বাচনের আগে দলের এবং দলীয় প্রার্থীদের সাফল্য কামনায় তারাপীঠে গিয়ে পুজো দিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক মদন মিত্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দলের নির্দেশে নির্বাচনী প্রচার কার্যে তিনি উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর প্রভৃতি জেলা গুলিতে সফর ও করেন। এদিন তারাপীঠে পুজো দিয়ে তিনি বললেন, “মায়ের কাছে প্রার্থনা করলাম সকলের ভাল হোক। আর যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের দেখো মা।” এরপরে মদন মিত্র রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “ওয়ান ডে ভোট রাজ্যের জন্য ভালই হবে। শান্তিপূর্ণভাবেই ভোট হবে বাংলায়।” এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন শাসক দল সিপিএম এর কথা উল্লেখ করে বললেন, ” একদিনের ভোট যে শান্তিপূর্ণ হয় তা তো সিপিএম ভালই জানে। ৩৪ বছরে একদিনের ভোট করিয়ে এসেছে ওরা।” প্রবীন কবি শঙ্খ ঘোষ’কে উদ্দেশ্যে করে অনুব্রত মণ্ডলের করা উক্তি প্রসঙ্গে কার্যত অনুব্রত বাবুকে খানিক আগলে রেখেই তিনি বললেন, “অনুব্রত মণ্ডল শঙ্খ ঘোষকে নিয়ে কী বলছেন এটা কোনও বিষয়ই নয়।” মদন মিত্রের এই বক্তব্যের জেরে দলের অন্দরে তাঁর গ্রহণীয় যে বৃদ্ধি পাচ্ছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। এখন আগামী সোমবার ১৪ ই মে পঞ্চায়েত নির্বাচনে প্রাজ্ঞ নেতা মদন মিত্র কী ভূমিকা গ্রহণ করবেন তা দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজ্যের সাধারণ মানুষ সহ গোটা রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!