এখন পড়ছেন
হোম > রাজ্য > হাওড়ায় বন্যা রোখাই এবার পাখির চোখ, আগাম বৈঠকে প্রস্তুতি চূড়ান্ত করছেন সেচমন্ত্রী

হাওড়ায় বন্যা রোখাই এবার পাখির চোখ, আগাম বৈঠকে প্রস্তুতি চূড়ান্ত করছেন সেচমন্ত্রী


বিগত বছরের বন্যায় এরাজ্যের অনেক পরিবারেরই বিপুল ক্ষতি হয়েছে। কারও ঘর চলে গিয়েছে বানভাসি জলে, তো কেউ ভিটেহারা হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এবার যাতে বিগত বছরের মত সাধারন মানুষকে বন্যায় বিপদে পড়তে না হয় তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে আগেভাগেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকারের সেচদপ্তর।

গত বছরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিনবঙ্গের বেশ কটি জেলা প্রবল আকার নিয়েছিল এই বন্যা, তারমধ্যে অন্যতম ছিল হাওড়া। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জলাধার থেকে জল না ছাড়ার ব্যাপারে অনুরোধ করেছিলেন। যার জেরে এবার হাওড়াতে বন্যা না হওয়ার সম্ভাবনাই বেশি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে তাও এব্যাপারে কোনো খামতি রাখতে চায় না রাজ্য সরকার। শুক্রবার হাওড়ার আমতা সেচ বাংলোতে জেলাশাসক চৈতালী চক্রবর্তী, বিধায়ক পুলক রায়, সমীর পাঁজা, অরুনাভ সেন, শীতল সর্দার, নির্মল মাঝি সহ জেলার সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। বন্যার সতর্কতা হিসেবে দপ্তরের তরফে কি ভাবে তা মোকাবিলা করা হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হয় বৈঠকে।

এমনকী জেলার উদয়নারায়নপুর আমতা ব্লকের বিভিন্ন নদীবাঁধের অবস্থা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। এদিন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, “বর্ষার আগে রাজ্যের ১৯ হাজার ৮০০ কলোমিটার নদীবাঁধের দিকে লক্ষ্য রাখছেন আধিকারিকেরা। বন্যা পরিস্থিতিকে মোকাবিলা করতে ২ লাখ ১৫ হাজার বালির বস্তাও মজুত রাখা হয়েছে”। সব মিলিয়ে রাজ্যে বন্যা রুখতে আগাম সতর্কতামূলক ব্যাবস্থা নিতে মাঠে নেমে কাজ করছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!