এখন পড়ছেন
হোম > খেলা > কলকাতা লীগে আজ নামছে মোহনবাগান, কোন অঙ্কে জয়ের কথা ভাবছেন শঙ্করলাল?

কলকাতা লীগে আজ নামছে মোহনবাগান, কোন অঙ্কে জয়ের কথা ভাবছেন শঙ্করলাল?


দীর্ঘ আট বছর ধরে কলকাতা লীগ অধরা সবুজ-মেরুন শিবিরের। গত মরশুমেও সামান্য অঙ্কের জন্য ট্রফি হাতছাড়া হয়েছে তাদের। তার জন্য আফসোস কিছু কম নেই মোহনবাগান জার্সিধারীদের। তাই এবার ফুটবলারদের জয়ের লক্ষ্য স্থির করে দিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। এবার ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে জয়ের খেতাব ছিনিয়ে নিতে মরিয়া মোহনবাগান। ফুটবলাররা প্রথম ম্যাচ থেকেই টার্গেট স্থির করেই মানসিকভাবে প্রস্তুত লড়াইয়ের জন্য, এমনটাই জানালেন এদিন কোচ শঙ্করলাল চক্রবর্তী।

লাল-হলুদ শিবির থেকে কলকাতা লীগ তাঁবুতে আনতে এবার প্রথম থেকেই দৃঢ় প্রতিজ্ঞ শঙ্করলালের ব্রিগেড। এদিকে প্রথম ম্যাচে ডিকার অনুপস্থিতিতে গোল করার দায়িত্ব এসে পড়েছে হেনরির ঘাড়ে। হেনরি সেটা বুঝতে পেরেই বলেছেন, ‘লক্ষ্য একটাই, গোল করা – ম্যাচের পর যা বলার বলবো’। মোহন-শিবির যে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তা তাঁদের বডি-লাঙ্গুয়েজেই প্রমাণ করে দিচ্ছে। হেনরিকে সঙ্গ দিতে দলে আছে মনোতোষ চাকলাদার, স্নেহাশিস চক্রবর্তী, বুধিরাম টুডু-র মতো দাপুটে প্লেয়াররা। এছাড়া অন্যান্য বিদেশিরাও প্র্যাকটিসে বেশ ভালো ফর্মে আছে বলেই জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ওদিকে কোচ শঙ্করলাল চক্রবর্তী জানিয়েছেন, গতবারের মতো এবারও প্রাক মরশুমে ভালো খেলা হয়েছে। শুধুমাত্র ডিকাই পরে যোগ দেওয়ায় সেভাবে দলের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ পায় নি। তাই হেনরির সঙ্গে আজহারের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া থাকছেন জিতেন ও মঈনুদ্দিন। ওদিকে সুখদেবের ছাড়পত্র আটকে যাওয়ায় কিংসলে এবং কিমকিমাই রয়েছেন স্টপারের জায়গায়। বাকি দুই সাইড-ব্যাক গুরজিন্দার ও অরিজিৎ বাগুই দিয়েই কাজ চালাতে হবে। মিডফিল্ডে রাখা হবে সম্ভবত – বসন্ত সিং, শিলটন ডি’সিলভা, সৌরভ দাস ও পিন্টু মাহাতোকে।

প্রথম একাদশে মেহতাবের থাকার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। তবে কি কলকাতা লীগ জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গলকে অনুসরণ করেই মেহতাবকে স্কোয়াডে রাখতে উদ্যোগী মোহন-কর্তারা? প্রশ্ন উঠতেই জল্পনায় জল ঢেলে কোচ শঙ্করলাল জানান, এ ব্যাপারে কোনো দলকে অনুসরণ করা হচ্ছে না – দলীয় প্ল্যান মাফিকই মেহতাবকে দলে রাখা হয়েছে।

ওদিকে,গোলকিপার-অধিনায়ক শিলটন পালের মতে, প্রশাসনিক স্তরে কী হচ্ছে তার কোনো প্রভাব গ্রীনরুমে পড়তে দেননি ফুটবলাররা। সকলেই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। এবার কোলকাতা লীগে সব দলই শক্তিশালী দল গড়েছে। এদের মধ্যেই অন্যতম পাঠচক্র। তাই প্রথম থেকে পুরো পয়েন্ট পাওয়া জরুরি। নয়তো ম্যাচের সংখ্যা কম বলে পয়েন্ট খোয়ালে সেই ঘাটতি মেটাতে সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

অন্যদিকে, মোহনবাগান টিমকেও সমান গুরুত্ব দিচ্ছে পাঠচক্র। তেমনটাই জানালেন পাঠচক্রের ডাচ কোচ রেমকো। তিনি জানান, তাঁদের টিম মাঠে নামার আগে থেকেই উত্তেজনা উপলব্ধি করছেন তিনি। প্রতিপক্ষে রয়েছে মোহনবাগান। টান টান উত্তেজনা দুদিকেই – হাড্ডাহাড্ডি লড়াই এর অপেক্ষায় প্রহর গুনছে দুদলের সমর্থকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!