এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মিটেও মিটলো না জল্পনা এখনো অব্যাহত শুভেন্দুকে নিয়ে, জেনে নিন

মিটেও মিটলো না জল্পনা এখনো অব্যাহত শুভেন্দুকে নিয়ে, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  শুভেন্দু অধিকারীকে নিয়ে নানা রকম জল্পনা রাজ্য রাজনীতিতে। মন্ত্রিত্ব তিনি ছেড়ে দিয়েছেন, যে কোন সময় তিনি তৃণমূল দল ছেড়ে দিতে পারেন, এমন একটা জল্পনা চলছে। এর মধ্যে গতকাল সোমবার রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল যে, গতকাল তৃণমূল দল ছেড়ে দেবেন শুভেন্দু অধিকারী। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত সকলের নজর ছিল শুভেন্দু অধিকারীর প্রতি। তাঁর গতিবিধির ওপর নজর ছিল রাজনৈতিক মহল ও সংবাদ মাধ্যমের। তবে, গতকাল তেমন কিছুই করেননি তিনি। তবে, তিনি যে তৃণমূলে থাকছেন না, সেটা অনেকটাই পরিষ্কার।

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই দলের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে শুভেন্দু অধিকারীর। দলের সভা সমিতিতে দীর্ঘসময় ধরে তিনি অনুপস্থিত। নিজের উদ্যোগেই বারবার তিনি করছেন দলহীন জনসংযোগ। রাজ্যের নানান স্থানে তাঁর ছবি দেওয়া পোস্টার-ব্যানার দিয়েছেন তার অনুগামীরা। তাঁর নানা সভা থেকে নানা ইঙ্গিতবাহী মন্তব্য ও তাঁর অনুগামীদের সরাসরি তাঁর নামে অফিস খোলা ইত্যাদিতে এটা স্পষ্ট যে তৃণমূলে থাকবার তাঁর তেমন সম্ভাবনা আর নেই।

এদিকে বিধানসভা নির্বাচন আসতেও আর বেশি দেরি নেই। এই সময় তিনি যদি নতুন করে কোন দল গড়েন, তবে, তাতে যে তাঁর খুব একটা লাভ হবে না, তা হয়তো তিনি নিজেই বুঝতে পেরেছেন। কারণ, রাজনীতির এক পাক্কা খিলাড়ি তিনি। এই অবস্থায় যদি তিনি তৃণমূলকে যোগ্য জবাব দিতে চান, তবে তাঁর সামনে একটাই পথ। তাঁর বিজেপিতে যাওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই। কারণ, বাম, কংগ্রেস জোট করলেও সেই অবস্থাতে নেই, যারা চোখ রাঙানি দিতে পারে তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার রাজ্য সফরের সময়ে তিনি বিজেপিতে যোগ দেবেন এমন জল্পনা ছড়িয়েছিল। যদিও শুভেন্দু অধিকারী সেটা করেননি। তবে সম্প্রতি তাঁর অনুগামীরা পুরুলিয়া, নন্দীগ্রামে নতুন অফিস খুলেছেন। সরাসরি তাঁর নাম দিয়ে শুভেন্দু সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। অফিসের রং গেরুয়া রাখা হয়েছে। অফিসের রং সম্পর্কে তাঁর অনুগামী কনিষ্ক পন্ডা জানিয়েছেন যে, গেরুয়া রং হলো ত্যাগের প্রতীক।

এরপর আরো তীব্র হয় তাঁর বিজেপি যোগের জল্পনা। সম্প্রতি জল্পনা ছড়িয়েছে যে, আগামী উনিশে ডিসেম্বর বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। সেদিন তাঁর পূর্ব মেদিনীপুরে সভার কথা শোনা যাচ্ছে। অনেকেই মনে করছেন, স্বরাষ্ট্র মন্ত্রীর হাত ধরেই সেদিন বিজেপিতে যোগদান করবেন শুভেন্দু অধিকারী।

আবার, শুভেন্দু অধিকারী যে কোনদিন তৃণমূল থেকে ইস্তফা দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। গতকাল গুঞ্জন ছড়িয়ে ছিল যে, তিনি বিধানসভায় গিয়ে ইস্তফা দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তা তিনি করেননি। বিষয়টি সম্পূর্ণ আবৃত করে রেখেছেন তিনি। এ বিষয়ে কোন বক্তব্য রাখেন নি তিনি। তবে, পূর্বে তিনি একথা বলেছিলেন যে, তিনি নিজে কিছু না বললে, তাতে বিশ্বাস না করতে। এদিকে, আজ বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছেন যে, আগামী ২, ৪ দিনের মধ্যে শুভেন্দু অধিকারী যোগদান করতে চলেছেন বিজেপিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!