এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনে ব্যর্থতা নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে সরব মোদির মন্ত্রী, বিতর্ক তুঙ্গে

নির্বাচনে ব্যর্থতা নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে সরব মোদির মন্ত্রী, বিতর্ক তুঙ্গে


সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে নজিরবিহীন খারাপ পারফরমেন্স করেছে বিজেপি। লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে তিন তিনটি বিজেপি শাসিত রাজ্য (রাজস্থান,ছত্তিশগড়,মধ্যপ্রদেশ)-এর লাগাম চলে গিয়েছে কংগ্রেসের হাতে। এই হারকে নরেন্দ্র মোদী,অমিত শাহ জনতার রায় হিসাবে মেনে নিলেও বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক ধিক করে জ্বলতে থাকা অসন্তোষের বিস্ফোরণ ঘটালেন এদিন মোদীর মন্ত্রীই।

”কোনও কাজে সফল হলে তার কৃতিত্ব নিতে অনেকে ঝাপিয়ে পড়েন। অপরদিকে ব্যর্থতা হল অনাথ শিশুর মতো। ব্যর্থ হলে সবাই একে অন্যের খামতিগুলির দিকে আঙ্গুল তুলতে ব্যস্ত থাকে।” পুনের আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে এমনটাই বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতীন গড়করি।

নিজের বক্তব্যের সাপেক্ষে যু্ক্তি দিতে তিনি এটাও বললেন,লোকসভা বা বিধানসভা ভোটে কোনো প্রার্থী হেরে গেলে অভিযোগের লম্বা তালিকা প্রস্তুত করে ফেলেন তিনি। দলীয় সমর্থন এবং সহযোগী মানসিকতার অভাবেই তিনি হেরেছেন এমনটাই বারবার নির্বাচন পরবর্তীকালে জানান। সেসব প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,”তোমরা হেরেছ কারণ মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছ।”

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর পাশাপাশি দলের নেতাদের উদ্দেশ্য তিনি বলেন, দলে যারা লীড দেন তাঁদের হার স্বীকার করার একটা গুণ অবশ্যই থাকা বাঞ্ছনীয়। কারণ জিতলে যেমন নেতারাই জয়ের কৃতিত্বটা নিয়ে নেন,তেমনি দল কোনো কারণে হারলেও হারের দায়টাও তাঁদের স্বীকার করা উচিৎ। তা না হলে দলের প্রতি তাঁদের আনুগত্য প্রশ্নের মুখে ঠেলে দেয়।

উল্লেখ্য,এদিনের বক্তব্যে গড়করি মোদী-শাহের নামোল্লেখ না করলেও বুঝিয়ে দিলেন বিজেপি যখন ভোটে জেতে তখন দলের এই দুই কেন্দ্রীয় নেতৃত্বই জয়ের কৃতিত্বটা নিয়ে নেয়। অথচ কোনোকারণে দল হেরে গেলে এই দুজনকেই আড়াল করা হয়। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তিনটি রাজ্যে বিজেপির অপ্রত্যাশিত পরাজয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী এহেন মোদী বিরোধী মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। এই প্রেক্ষিতে লোকসভা ভোটের আগে গড়করি নিজের কেন্দ্রবিরোধী অবস্থানের ইঙ্গিত দিলেন কিনা তা নিয়েও এই মুহূর্তে চর্চা কিছু কম নেই জাতীয় রাজনৈতিকশিবিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!