এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী- শাহকে মিথ্যাবাদী বলে দাবি করলেন প্রশান্ত কিশোর

মোদী- শাহকে মিথ্যাবাদী বলে দাবি করলেন প্রশান্ত কিশোর

এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে প্রথম থেকেই আক্রমণ করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই রাজপথে এন আর সির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এন আর সি ও সি এ এর বিরোধিতায় দেশের সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হয়ে প্রতিবাদ করার কথাও বলেছেন তিনি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পথে পা বাড়িয়ে তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরও একই কথা বললেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, মোদি বা শাহ বর্তমানে এনআরসি নিয়ে যে রাস্তা অবলম্বন করেছেন তা সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার জন্য।

গোটা দেশে এন আর সি ও সি এ এ নিয়ে বিক্ষোভ ক্রমশ আগ্নেয়গিরির আকার নিয়েছে। অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এন আর সি ও সি এ এর বিরুদ্ধে তাঁর আন্দোলন তীব্র থেকে তীব্রতর করছেন। গোটা দেশের ছবিও বিন্দুমাত্র আলাদা নয়। গোটা দেশকে এই ভাবে আন্দোলনে রত হতে দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, এনআরসি নিয়ে কোন আলোচনাই এখনো হয়নি। কিন্তু ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়ে দিলেন, দেশের আন্দোলনকে ধামাচাপা দিতেই মোদি এবং শাহ এই চাল চেলেছেন। প্রশান্ত কিশোর আরো বলেন, সাময়িক বিরতি চলছে এনআরসির কাজে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার একটি টুইটের মাধ্যমে প্রশান্ত কিশোর বলেছেন, ‘‌গোটা দেশে আন্দোলন দেখে পিছু হটেছেন মোদি। এনআরসি নিয়ে কোনও আলোচনা না হওয়ার যে দাবি তুলেছেন মোদি তা ভুয়ো। এটা সাময়িক বিরতি। পুরোপুরি বন্ধ নয়। সিএএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট একবার সবুজ সঙ্কেত দিলেই এনআরসি করার জন্য ঝাঁপিয়ে পড়বে কেন্দ্রীয় সরকার।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই প্রশান্ত কিশোরও এন আর সি ও সি এ এর বিরোধিতায় সরব হয়েছিলেন এবং এখনো সেই অবস্থাতেই আছেন। এন আর সি ও সি এ এ নিয়ে প্রশান্ত কিশোরও একাধিক টুইটের মাধ্যমে তিনি তাঁর বিরোধিতা প্রকাশ করেছেন। এদিন আবারও টুইটার হ্যান্ডেল ব্যবহার করে তাঁর টুইটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণে বিদ্ধ করলেন। অন্যদিকে, এনআরসি নিয়ে গত রবিবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন,’‌আমি ১৩০ কোটি ভারতবাসীকে একটা কথাই বলতে চাই। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর একবারও এনআরসি প্রসঙ্গ আমরা তুলিনি। সুপ্রিম কোর্টের রায়ের পর একমাত্র অসমেই তা কার্যকর করা হয়েছে।’‌

উল্লেখ্য, এনআরসির প্রথম পদক্ষেপের পর থেকেই সারা দেশজুড়ে এনআরসি বিরোধিতায় বিক্ষোভ শুরু হয়ে যায়। সম্প্রতি সি এ এ বিলটি পাস হওয়ার পর আন্দোলন আরো তীব্র আকার ধারণ করেছে। এরই মাঝে সারাদেশে একের পর এক বিধানসভা নির্বাচন, উপনির্বাচন, পুরভোট শুরু হয়েছে। এবং প্রায় সবকটিতেই বিজেপি কোণঠাসা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপির কোণঠাসা হওয়ার পেছনে এন আর সি ও সি এ এ প্রসঙ্গটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। আপাতত কেন্দ্রীয় সরকার এন আর সি ও সি এ এ নিয়ে পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে, সেদিকে লক্ষ্য রাখছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!