এখন পড়ছেন
হোম > জাতীয় > মহরমের আগে প্রকাশ্য স্থানে ধর্মীয় আয়োজনে বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী! বাড়ছে চাঞ্চল্য

মহরমের আগে প্রকাশ্য স্থানে ধর্মীয় আয়োজনে বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী! বাড়ছে চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে রয়েছে অনেকগুলি ধর্মীয় অনুষ্ঠানের সূচি। আর সেই সঙ্গে নিজের রাজ্যে সুরক্ষা ব্যবস্থা আরও বেশি উন্নত করতে নতুন করে বৈঠক করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি নিজের বাসভবনে বৈঠক করে এমনটাই সিদ্ধান্ত নিলেন তিনি। সম্প্রতি করোনা আবহে নতুন করে শুরু হয়েছে সতর্কতা পালনের পালা। সেই সঙ্গে করোনার মোকাবিলা করতে যাবতীয় সতর্কতা পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিন রাজ্যের মুখ্য সচিব আরকে তিওয়ারি, আপার মুখ্য সচিব অবনিশ কুমার অবস্থি এবং পুলিশ কমিশনার হিতেশ চন্দ্র অবস্থিকে রাজ্যে অপরাধে লাগাম লাগানোর দায়িত্ব দেন তিনি। শুধু তাই নয়, দশটি থানার টপ টেন মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা অপরাধীদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। রাজ্যে লাগাতার পুলিশ পেট্রোলিং চলবে।

সেইসঙ্গে সমাজ বিরোধী এবং রাষ্ট্র বিরোধীদের ওপরও কড়া নজর রাখা হবে বলে জানা গেছে। অপরাধীদের সাথে যুক্ত থাকা কর্মীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। যারা অপরাধ করবে তাদের বন্দুকের লাইসেন্স আর বন্দুক বাজেয়াপ্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর সঙ্গে সেদিন রাজ্যের গোরু পাচারকারী, অবৈধ মদ ব্যবসায়ী, সমাজের পিছিয়ে পড়া মানুষ, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি মহিলা এবং বালিকাদের প্রতি হওয়া অপরাধের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। অরাজকতা আর অব্যবস্থা ছড়ানো মানুষের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে সুরক্ষা ব্যবস্থা কড়া করতেই তাঁর এই পদক্ষেপ বলে জানা গেছে।

নিজের বাসভবনে এই সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার সময় তিন এমনই নির্দেশ দিয়েছেন। রাজ্যের মহমর, গণেশ উৎসব, অনন্ত চতুর্দশীর কথা ভেবেই তিনি পুলিশ এবং প্রশাসনকে সম্পূর্ণ সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সুরক্ষা উপায় সুনিশ্চিত করার আদেশ দিয়েছেন। এবার অপরাধ আর অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি পালন করবে পুলিশ প্রশাসন বলেই জানিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!