এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন জমা দেওয়ার পথে অন্য প্রচার শাসকদলের, অবাক কান্ড বঙ্গ রাজনীতিতে

মনোনয়ন জমা দেওয়ার পথে অন্য প্রচার শাসকদলের, অবাক কান্ড বঙ্গ রাজনীতিতে

তৃণমূলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজয় বন্দ্যোপাধ্যায় সোমবার হেলমেটসহ বাইকবাহিনীতে মনোনয়নপত্র জমা দেওয়ার নামে প্রচার করলেন ‘সেফ ড্রাইভ,সেফ লাইফ’ এর বার্তা যা গতানুগতিক মনোনয়ন জমাদেওয়ার সময় হিংসা সন্ত্রাসের বঙ্গ রাজনীতিতে সত্যি অবাক কান্ড।  এদিন তিনি পুঞ্চা থানার লাখড়া থেকে বাইকে চেপে বাগদা,পুঞ্চা,মানবাজার হয়ে পুরুলিয়া জেলা পরিষদে ২৫ নম্বর আসনে ঝালদা মহাকুমা শাসক কার্যালয়ে মনোনয়ন জমা করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

চলার পথে চলছিল পুষ্পবৃষ্টি, শঙ্খরব এছাড়া ছিল উল্লাসিত কন্ঠস্বর।আসলে তিনি তৃণমূলের একজন বিশিষ্ট নেতা যিনি বহুকাল দলের সঙ্গে আছেন।১৯৯৮(তৃণমূলের জন্মকাল),২০০৩,২০০৮ সুজয়বাবু পুঞ্চা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন।গতবার তিনি পুঞ্চার ২৪ নম্বর আসন থেকে দাঁড়িয়ে জেতেন যে আসন এবার মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত তাই এবার ২৫ নম্বর থেকে দাঁড়িয়েছেন।তবে তার কথামতো ২৫ নম্বরটাই নাকি তার আসল যায়গা,গতবার দলের কথা অনুযায়ী ২৪ নম্বর থেকে দাঁড়িয়েছিলেন।

সূত্রের খবর,মনোনয়নপত্র জমা করার পর সুজয় বাবু জানান যে বাইক তার অত্যন্ত প্রিয়।২০০৩ সাল থেকে তার সঙ্গে থাকা বাইকে চেপে আনন্দ করতে করতে মনোনয়নপত্র জমা করতে এসেছেন।এলাকার মানুষ তাদের ভালোবাসে।তার জানে উন্নয়ন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এর হাত ধরেই এসেছে আর তারাই আসনে পারবে।তাই রাজ্যে উন্নয়নের পথের দিশারী একমাত্র তৃণমূলসরকার।এসগর্ব ঘোষণা শুনে বোঝাই যাচ্ছে জয়ের ব্যাপারে এরা কতোটা আত্মবিশ্বাসী!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!