এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রী হয়েই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা, কি বললেন এই হেভিওয়েট!

মন্ত্রী হয়েই পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা, কি বললেন এই হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন ধরেই পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবেই যে গা জোয়ারি করা যাবে না, সেই ব্যাপারে বার্তা দিতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ অতীতে যেভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এবার যে সেভাবে হবে না, সেই বিষয়টি জেলা নেতৃত্বের কাছে পৌঁছে দিচ্ছে ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে মন্ত্রী হওয়ার পর জেলায় ফিরেই এই ব্যাপারে কড়া বার্তা দিলেন উদয়ন গুহ। যেখানে পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ব্যক্তিদের টিকিট দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন কোচবিহারে পা রাখেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ‌। আর তারপরেই তাকে সংবর্ধনা দেওয়া হয়। যেখানে সেই সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বার্তা দেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। এদিন এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনো দাদা বা দিদিকে ধরে টিকিট পাওয়া যাবে না। আগামী নির্বাচনে সৎ, নিষ্ঠাবান, দলের প্রতি দায়বদ্ধ কর্মীদের প্রার্থী করা হবে। গায়ের জোরে পঞ্চায়েত নির্বাচন করা হবে না। নির্বাচনে জয়লাভ করে আসতে হবে।” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত আগামী নির্বাচন নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!