এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > ১ লক্ষ ১০ হাজার নতুন কর্মসংস্থান ভারতীয় রেলে, বিশদের জন্য চোখ রাখুন

১ লক্ষ ১০ হাজার নতুন কর্মসংস্থান ভারতীয় রেলে, বিশদের জন্য চোখ রাখুন

ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রীয় সরকারী দফতর গুলির অন্যতম উল্লেখ্যযোগ্য হলো রেল দফতর। সরকারী ক্ষেত্রে সব থেকে বেশি কর্ম সংস্থান সঞ্চার করে এই রেল দফতর। দেশের যোগ্য কর্মপ্রার্থীরা প্রায় সকলেই রেল দফতরের কর্মখালির একটি বিজ্ঞপ্তির দিকে বহু প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে। সেই রেল দফতর এদিন এক বিজ্ঞপ্তিতে নতুন করে ২০,০০০ শূন্য পদের কথা ঘোষণা করলো। কয়েক দিন আগে রেল দফতরের শেষ বিজ্ঞপ্তিতে ৯০,০০০ শূন্যপদের কথা ঘোষিত হয়েছিলো। আর নতুন করে ২০,০০০ শূন্য পদ মিলিয়ে মোট ১ লক্ষ ১০ হাজার কর্ম সংস্থান অবিলম্বে সঞ্চার হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এত শূন্যপদের ফলে প্রয়োজনের তুলনায় কম লোক কর্মী নিয়ে রেল দফতরের কাজকর্ম চলছিলো। রেল দফতরের উচ্চ পদস্থ আধিকারিকদের দাবি অনুসারে প্রার্থী বাছাইয়ের প্রতিটি স্তরে নির্ধারিত সময়সীমা কমিয়ে আনা হোক। কর্মী নিয়োগের জন্য আয়োজিত পরীক্ষা থেকে কাজে যোগদানের সময়সীমা সর্বাধিক ৯ মাসের মধ্যে সীমিত হোক। উল্লেখ্য এই ২০ হাজার শূন্যপদের মধ্যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে (RPSF) ৯ হাজার শূন্যপদে লোক নেওয়া হবে। পাশাপাশি রেলের L-1 ও L-2 ক্যাটাগরিতে ১০ হাজার কর্মী নিয়োগ করা হবে ৷ রেল দফতর সূত্রে জানা গেছে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেই কর্মী নিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আর দেরি না করে, আপনার যোগ্যতা অনুযায়ী রেলের এই শূন্যপদে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!