এখন পড়ছেন
হোম > জাতীয় > রানিগঞ্জ নিয়ে রাজ্যের বিরুদ্ধে চাপ বাড়াতে দিল্লির বিরুদ্ধে ‘অতি-সক্রিয়তার’ অভিযোগ

রানিগঞ্জ নিয়ে রাজ্যের বিরুদ্ধে চাপ বাড়াতে দিল্লির বিরুদ্ধে ‘অতি-সক্রিয়তার’ অভিযোগ

রামনবমীর ধর্মীয় উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্ত পশ্চিম বর্ধমানে রাণীগঞ্জ- আসানসোলের বিস্তীর্ণ অঞ্চল। দুই পক্ষের হানাহানি ও বোমার আঘাতে গুরুতর জখম জেলার ডিসিপি অরিন্দম দত্ত চৌধুরী। তাঁকে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত পুলিশ কর্তা কে দেখতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী দুর্গাপুর যাওয়ার আর্জি জানালে, রাজ্যপালের নিরাপত্তার কথা বিবেচনা করে রাজ্য সরকার রাজ্যপালের দুর্গাপুর সফরের আর্জি বাতিল করে দেয়। এদিকে আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সাথে সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর রাণীগঞ্জের বর্তমান উত্তাল পরিস্থির বিষয়ে কথা হলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের উদ্দেশ্যে রাণীগঞ্জ নিয়ে রিপোর্ট চেয়ে নবান্নে চিঠি পাঠায়, এমনকি রানিগঞ্জে আধাসেনা নামানোর কথাও জানানো হয়, যা পত্রপাঠ নবান্নের তরফে খারিজ করে দেওয়া হয়।

বুধবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে রাজ্য বিজেপি সম্পাদক প্রতাপ ব্যানার্জী সহ একটি প্রতিনিধি দল রাজভবনে যায় রাণীগঞ্জ কান্ডে রাজ্যপালের হস্তক্ষেপের অনুরোধ করে। এই প্রসঙ্গে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। অন্যদিকে গতকাল, মহাকরণে রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন পশ্চিমবঙ্গে বিজেপির সৃষ্টি করা ‘‌অসহনীয় পরিস্থিতি’‌ রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকা দরকার। এদিন সুজনবাবু আরো জানান যে ঐ ঘটনায় আহত ডিএসপি অরিন্দম দত্ত চৌধুরীকে দেখতে বাম দলীয় কর্মীরা দুর্গাপুর যাচ্ছেন। সবমিলিয়ে, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দিল্লি সফর কাটছাঁট করে তড়িঘড়ি কলকাতায় ফিরে এসে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করে রানিগঞ্জ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে বিজেপি বা বামফ্রন্ট ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করছে যা পরিস্থিতি আরো উত্তপ্ত করতে পারে বলে নবান্ন সূত্রে মনে করা হচ্ছে। তার উপরে কেন্দ্রের আধাসেনা নামানো নিয়ে হস্তক্ষেপ করতে চাওয়া নিয়ে ‘অতি সক্রিয়তার’ অভিযোগ উঠছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!