এখন পড়ছেন
হোম > জাতীয় > মৌসমের দলবদলে কি প্রভাব পড়ছে মালদহের রাজনীতিতে

মৌসমের দলবদলে কি প্রভাব পড়ছে মালদহের রাজনীতিতে


অনেক জল্পনা শেষে গত সোমবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। আর গণি পরিবারের অন্যতম সদস্য মৌসমের এই তৃণমূলে যোগদানের পরেই রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে যায়।

একদিকে মৌসম দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি করে কংগ্রেস, অন্যদিকে গনি পরিবারের অন্যতম সদস্যকে মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক করে দিয়ে চমক দেয় শাসক দল। আসন্ন লোকসভা নির্বাচনে মৌসম উত্তর মালদহ লোকসভা কেন্দ্র থেকে লড়বে বলেও ঘোষণা করে দেন তৃণমূল সুপ্রিমো। এটাই এখন গোটা মালদা জুড়ে একটাই প্রশ্ন যে এবার কি আদৌ তৃণমূলের টিকিটে দাঁড়ানো মৌসম জয়লাভ করতে পারবে?

প্রসঙ্গত, মালদা জেলা পর্যবেক্ষকের দায়িত্ব নিয়েই তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী এই জেলায় ঘাসফুল ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এমনকি শুভেন্দু বাবুর সেই স্বপ্ন বিগত পঞ্চায়েত নির্বাচনে কিছুটা হলেও সফল হয়েছে। তবে লোকসভাতেও যাতে মালদহের দুটি লোকসভা আসন দখল করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তিনি।

আর তাই উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসমকে দলে যোগদান করিয়া আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকেই তৃণমূলের টিকিটে দাঁড় করানোর সিদ্ধান্ত নিল শাসক দল। তবে এবারে আর মৌসম জিততে পারবেন না বলেই দাবি করছে কংগ্রেস। কিন্তু সত্যিই কি তাই? কি হবে উত্তর মালদহের ফলাফল?

[content_block id=3910

পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন এই রাজ্যে কংগ্রেস শাসকদলের বিরুদ্ধে যে দল ভাঙানোর অভিযোগ করে আসছে লোকসভা ভোটের আগে সেই অভিযোগের সুর তারা আরও চওড়া করতে পারে। সেক্ষেত্রে কিছুটা হলেও চাপে পড়তে পারে ঘাসফুল শিবির। তবে এতে তেমন কোনো ক্ষতি দেখছেন না তৃণমূলের নেতারা।

তাঁদের দাবি, মৌসম তাঁদের দলে আসায় উত্তর মালদহের সংগঠন আরও শক্তিশালী হবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা এই আসনটি নিজেদের দখলেই রাখবে।

বিশেষজ্ঞদের মতে, রাজ্যে বর্তমানে তৃণমূলের সঙ্গে বিজেপির মূল লড়াই হলেও এখানকার লোকসভা আসনে কংগ্রেসের সাথেই তৃণমূলের লড়াই হবে। আর এর মাঝখানেই ফাঁকতালে দাও মারতে পারে বিজেপি।

তাই সে দিক থেকে কংগ্রেস-তৃণমূলের এই দ্বন্দ্বে বিজেপি নিজেদের ঘরে ভালো ফসল তুলতে পারে। তবে কি হবে! কে দখল করবে উত্তর মালদহের লোকসভা আসন! তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী লোকসভা ভোটের ভোট বাক্স খোলা পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!