এখন পড়ছেন
হোম > জাতীয় > ময়দানে প্রচুর কৃষক ! চাপে উত্তর প্রদেশের যোগী রাজ্য!

ময়দানে প্রচুর কৃষক ! চাপে উত্তর প্রদেশের যোগী রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  হাতে মাত্র আর কয়েকটি মাস , 2022 এই হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনে বিজেপিকে চাপে ফেলতে কৃষকদের এক নতুন পদক্ষেপ।  জানা গিয়েছে রবিবার মুজাফফরনগরে কৃষি বিরোধী আইন নিয়ে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল সেখানে হাজির হয়েছিলেন প্রচুর হাজারে হাজারে কৃষক ।  কৃষক নেতা রাকেশ টিকায়েত সহ আরো অন্যান্যরা কৃষি আইনের বাতিলের জন্য তারা বিক্ষোভ দেখান । বিজেপি বিরোধী এই সভায় দেশের বিভিন্ন প্রান্ত মূলত হরিয়ানা, পাঞ্জাব, তেলেঙ্গানা, কর্ণাটক, উত্তরখন্ড সহ একাধিক স্থান থেকে  কৃষকরা এসে যোগ দিয়েছিলেন রবিবার । যেহেতু সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন তাই গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই ধরনের এক জনসভায় আন্দোলনে কৃষকদের পক্ষে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।  রবিবার এই বিশাল কৃষক সমাবেশ থেকে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন- “উত্তর প্রদেশের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে সহ্য করবেন না যদিও আমাদের এই সরকার থেকে যাই তাহলে দাঙ্গা হবে । এই ভূমি অতীতে আল্লাহু আকবর, হর হর মহাদেব, স্লোগান দেখেছিল। ওরা বিভাজনের কথা বলে। আমরা এক হওয়ার কথা বলি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!