এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মুখরক্ষা দিলীপ ঘোষের, তৃণমূলকে হারিয়ে জয়লাভ বিজেপির!

মুখরক্ষা দিলীপ ঘোষের, তৃণমূলকে হারিয়ে জয়লাভ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি স্লোগান তুলেছিলেন, এবার বিজেপি 200 আসন দখল করবে। ফলাফল ঘোষণার আগের দিন সেই দাবিই করতে দেখা গিয়েছিল তাকে। স্বাভাবিক ভাবেই বঙ্গ বিজেপির প্রধান সেনাপতি যখন এই দাবি করছেন, তখন আশায় বুক বাঁধতে শুরু করেছিল গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা। ফলাফল প্রকাশের দিন বেলা বাড়তে না বাড়তেই আসল ছবিটা সামনে চলে আসল। যেখানে প্রায় 200-এর বেশি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিক ভাবেই রাজ্যে সবুজ ঝড় বইতে শুরু করেছে। ফিকে হয়ে গিয়েছে গেরুয়া ঝড়ের সম্ভাবনা। তবে রাজ্যের ক্ষমতা দখল করতে না পারলেও, নিজের গড় রক্ষা করতে সক্ষম হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একসময় এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। পরবর্তীতে সাংসদ হওয়ার কারণে আবার এখানে পুনর্নির্বাচন হয়েছিল। যেখানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনের সেখানে তৃণমূলকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে ফেলে দিতে তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষ পর্যন্ত এখানে জয়লাভ করলেন বিশিষ্ট অভিনেতা তথা বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যেখানে পরাজিত হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। স্বাভাবিক ভাবেই রাজ্যের ক্ষমতা দখলের ব্যাপারে দিলীপ ঘোষ তার টার্গেট বেঁধে দিলেও, তা পূরণ হয়নি। কিন্তু নিজের গড় রক্ষা করে কিছুটা হলেও দলের মুখ বাঁচানোর চেষ্টা করলেন গেরুয়া শিবিরের প্রধান সেনাপতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!