এখন পড়ছেন
হোম > রাজ্য > খুনের মামলায় গ্রেফতারি নিয়ে মুকুল রায়কে কি রায় দিলো আদালত?

খুনের মামলায় গ্রেফতারি নিয়ে মুকুল রায়কে কি রায় দিলো আদালত?

কংগ্রেস নেতার মৃত্যু নিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে করা হয়েছে খুনের মামলা। আর সেই মামলায় মুকুলবাবুর গ্রেফতারি নিয়ে রায় দিলো আদালত।আজ আদালত জানিয়েছে যে পুলিশ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না। ঘটনা হলো কংগ্রেস নেতা মৃণালকান্তি সিংহরায়ের মৃত্যুর পর তাঁর বোন মুকুলবাবুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন বীজপুর থানায়। সেই অনুযায়ী মুকুলবাবু হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। আজ আদালত এই রায় দেন। জানা গেছে আজ মুকুল রায়ের আইনজীবী আশিস সান্যাল সওয়াল করে বলেন “রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। মুকুল রায় তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন বলেই তাঁকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। মৃণালবাবুর মৃত্যু হয়েছে তিন বছর আগে। এতদিন কেন অভিযোগ করা হয়নি?”এনিয়ে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনেরাল অভ্রতোষ মজুমদার বলেন, “পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছিল। পরে ব্যারাকপুর আদালতে অভিযোগ করার পর পুলিশ অভিযোগ নেয়। তাই দেরি হয়েছে।” জানা গেছে এরপর হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী মৃণালবাবুর ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্তের রিপোর্ট দেখতে চান।১৪ ফেব্রুয়ারির মধ্যে তদন্তের সমস্ত রিপোর্ট এবং ডেথ সর্টিফিকেট আদালতে জামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!