এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ মমতার গলায়, বাড়ছে জল্পনা!

নন্দীগ্রামের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ মমতার গলায়, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নন্দীগ্রামে যে প্রার্থী জয়লাভ করবে, তার দল সরকার গঠন করবে রাজ্যে। 2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম কার্যত নজরকাড়া কেন্দ্র হিসেবে সকলের কাছে উপস্থাপিত হয়েছে। একদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। এপ্রিল মাসের 1 তারিখ এই নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। আর তারপর থেকেই গুঞ্জন তৈরি হয়েছে, নন্দীগ্রামে কে জয়লাভ করবে।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা থেকে দাবি করে আসছেন, নন্দীগ্রামে তার জয় নিশ্চিত। তিনি বেগমকে হারিয়ে দিয়েছেন। এক্ষেত্রে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে “বেগম” বলে সম্বোধন করছেন তিনি বলেই মনে করছেন একাংশ। স্বাভাবিক ভাবেই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছে।

পাড়ার আড্ডা থেকে শুরু করে চায়ের দোকান, বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে নন্দীগ্রামের জয় নিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের। তবে শাসক দলের নেতাকর্মীরা এই ব্যাপারে যতই চ্যালেঞ্জ ছুড়ে দিন না কেন, এবার নন্দীগ্রামের প্রার্থী তৃণমূল নেত্রীর গলায় শোনা গেল সংশয়ের সুর। যা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার অষ্টম দফার নির্বাচনী প্রচার শেষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক থেকে এই ব্যাপারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, “নন্দীগ্রামে দশটা বুথে রিগিং হয়েছে। তাই দশটা বুথে ফল খারাপ হতে পারে। কিন্তু বাকি সব বুথে ধপাস ধপাস করে পড়বে ওরা।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূল দলের শীর্ষনেত্রী যেভাবে নন্দীগ্রামের ফলাফল নিয়ে এই মন্তব্য করলেন, তাতে তৃণমূলের একাংশের মধ্যে তৈরি হয়েছে সংশয়।

তাহলে কি সত্যি নন্দীগ্রাম নিয়ে চিন্তা বাড়ছে তৃণমূলের? আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রকম বক্তব্য পেশ করতে হল? বিরোধীদের দাবি, তৃণমূল নেত্রী উপলব্ধি করেছেন যে, নন্দীগ্রামে জয়লাভ করা সম্ভব নয়। আর সেই কারণে এখন থেকেই পরাজয় নিশ্চিত জেনে এই রকম বার্তা দিতে শুরু করেছেন তিনি। ভোটবাক্স খোলার পর তিনি আরও রিগিং করার অভিযোগ তুলতে শুরু করবেন। তবে অনেকে আবার বলছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা।

মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বুথ নিয়ে প্রথম থেকেই সংশয় প্রকাশ করেছিলেন। আর সেই কারণে নন্দীগ্রামের নির্বাচনী ময়দানে নামতে দেখা গিয়েছিল তাকে। তবে সেই নন্দীগ্রামে কিছু বুথে রিগিং হলেও মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হাসি হাসবেন। নিজের বক্তব্যের মধ্যে দিয়েও তিনি সেই কথাই বোঝাতে চেয়েছেন।

স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। তবে সত্যি সত্যিই নন্দীগ্রাম কোন পথ দেখায় গোটা বাংলাকে, কি হয় এখানকার রাজনৈতিক ভবিতব্য, তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামী 2 মে পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!